Oppo F31 সিরিজ 7000mAh ব্যাটারি সহ আগামী মাসে ভারতে লঞ্চ হচ্ছে

Oppo ভারতে শীঘ্রই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের নাম রাখা হবে Oppo F31। জনপ্রিয় টিপস্টার @passionategeekz কয়েকদিন আগে জানিয়েছিলেন যে, আসন্ন এই সিরিজের ট্যাগলাইন রাখা হয়েছে ‘নেক্সট লেভেল ডিউরেবিলিটি’। আজ আবার এই টিপস্টার Oppo F31 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি সহ বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। পাশাপাশি তিনি আসন্ন এই সিরিজের লঞ্চের সময় প্রকাশ করেছেন।
Oppo F31 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি ও লঞ্চের সময়
টিপস্টার দাবি করেছেন যে, ওপ্পো এফ৩১ সিরিজে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। তবে ক্যামেরা বা প্রসেসরের দিক থেকে বড় কোনো আপগ্রেড দেখা যাবে। অর্থাৎ, ওপ্পো এফ২৯ সিরিজের উত্তরসূরি মডেলগুলির মূল হাইলাইট হবে শক্তিশালী ব্যাটারি ও টেকসই বডি।
এর আগে জানা গিয়েছিল যে, Oppo F31 সিরিজে কোম্পানি ৩৬০-ডিগ্রি আর্মর বডি ডিউরেবিলিটির সঙ্গে নেটওয়ার্ক পারফরম্যান্সেও উল্লেখযোগ্য উন্নতি আনার চেষ্টা করছে। আশা করা হচ্ছে, এই সিরিজে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে – Oppo F31 ও Oppo F31 Pro। আর টিপস্টার বলেছেন, আগামী মাসে এই সিরিজ ভারতে লঞ্চ হবে।
Oppo F31 সিরিজের অন্যান্য ফিচার
রিপোর্ট অনুযায়ী, Oppo F31 সিরিজে থাকবে IP68/69 ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ রেটিং। আর ফোন দুটি মিডিয়াটেক ডাইমেনসিটি ও কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সহ আসতে পারে। এদের পিছনে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা। ডিভাইস দুটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস কাস্টম স্কিনে চলবে।