১০০ টাকায় ইন্টারনেট সহ OTT বেনিফিট, Jio নাকি Airtel এর রিচার্জ প্ল্যান এগিয়ে

ভারতের টেলিকম বাজারের দুই বড় প্লেয়ার এখন Jio ও Airtel। এই দুই সংস্থা তাদের গ্রাহকদের জন্য এমন কিছু রিচার্জ প্ল্যান এনেছে, যেগুলি রিচার্জ করলে বিনামূল্যে OTT সাবস্ক্রিপশনও পাওয়া যায়। আর Jio ও Airtel এর এই প্ল্যানগুলি শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে। আজ্ঞে হ্যাঁ! দুই সংস্থাই ১০০ টাকার প্রিপেইড প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা ও বিনামূল্যে OTT অ্যাপ ব্যবহারের সুবিধা দিচ্ছে।
Jio ও Airtel এর ডেটা প্ল্যান
মনে রাখবেন, ১০০ টাকার জিও ও এয়ারটেল প্ল্যানগুলি ডেটা প্যাক বিভাগে অন্তর্ভুক্ত। তাই এখানে কলিং বা এসএমএসের কোনও সুবিধা নেই। তবে যারা আলাদা করে ইন্টারনেট প্যাক খোঁজ করছেন, তাদের জন্য এগুলি উপযুক্ত হতে পারে।
আর এই ডেটা প্যাকগুলি আপনি যেকোনও বিদ্যমান প্রিপেইড প্ল্যানের সাথে ব্যবহার করতে পারবেন। আলাদা করে প্রাইমারি প্ল্যান শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না।
Airtel-এর ১০০ টাকার প্ল্যান
এখানে এয়ারটেল ৫ জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে। প্ল্যানটির ভ্যালিডিটি ৩০ দিন। এর সঙ্গে ৩০ দিনের জন্য JioHotstar Mobile সাবস্ক্রিপশন উপভোগ করবেন গ্রাহকরা। আর যেহেতু এটি কেবল ‘মোবাইল’ সাবস্ক্রিপশন, তাই ফোন বা ট্যাবলেটে স্ট্রিমিং করা যাবে।
Jio-এর ১০০ টাকার প্ল্যান
জিও তাদের ১০০ টাকার ডেটা প্ল্যানে ৫ জিবি অতিরিক্ত ডেটা অফার করছে। তবে এখানে বেশি দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এক্ষেত্রে গ্রাহকরা ৩০ দিনের পরিবর্তে পুরো ৯০ দিনের ভ্যালিডিটি পাবেন। এর সাথে বিনামূল্যে দেওয়া হচ্ছে JioHotstar (Mobile+TV) সাবস্ক্রিপশন, এর ফলে আপনি মোবাইল, ট্যাব, ল্যাপটপ এমনকি স্মার্ট টিভি থেকেও কনটেন্ট দেখতে পারবেন।