কম দামে ফের দুর্দান্ত ফিচার সহ আসছে Lava Blaze Lite 5G ফোন

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড Lava এখন একের পর এক দুর্দান্ত ফোন বাজারে নিয়ে আসছে। ডিজাইন সহ ফিচার, ব্র্যান্ডের প্রতিটি ডিভাইসে থাকে চমক। মিড রেঞ্জ স্মার্টফোনগুলিতে পাওয়া যায় প্রিমিয়াম অভিজ্ঞতা। গত মাসেই লাভা বাজারে এনেছে Storm Play এবং Storm Lite। এবার শোনা যাচ্ছে, শীঘ্রই ‘Lite’ সিরিজে আরও এক নতুন ফোন Lava Blaze Lite 5G লঞ্চ হতে চলেছে।
সম্প্রতি জনপ্রিয় টিপস্টার @passionategeekz এই তথ্য সামনে এনেছেন। যদিও এর লঞ্চের সময় বা স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি। তবে অনেকেই অনুমান করছেন এটি একটি মিড-রেঞ্জ 5G স্মার্টফোন হবে। আর Lava Blaze Lite 5G কেমন ফিচার অফার করতে পারে তা আমরা সিরিজের অন্য দুটি মডেলের বৈশিষ্ট্য দেখলে কিছুটা আন্দাজ করতে পারবো।
Lava Storm Play এর ফিচার
লাভা স্টর্ম প্লে ফোনে আছে ৬.৭৫ ইঞ্চি HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৬০ প্রসেসর, ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ডিভাইসটি চলে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অপারেটিং সিস্টেমে এবং এর ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল Sony IMX752 প্রাইমারি সেন্সর উপস্থিত। এছাড়া পাওয়া যাবে IP64 রেটিং, প্রিমিয়াম গ্লসি ডিজাইন, ৬ জিবি ভার্চুয়াল র্যাম, সাইড ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক ফিচার।
Lava Storm Lite এর স্পেসিফিকেশন
লাভা স্টর্ম লাইট এর ডিসপ্লে ও রিফ্রেশ রেট প্লে মডেলের মতো। এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ। আবার এর ব্যাটারি এবং ক্যামেরা সেটআপ একই রকম, অর্থাৎ এতেও ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল Sony IMX752 সেন্সর পাওয়া যাবে।