Samsung Galaxy S26 সিরিজে বড়সড় চমক, বেস মডেল হবে Pro ভ্যারিয়েন্ট

আগামী বছরে অর্থাৎ ২০২৬ সালের শুরুতে বাজারে আসবে Samsung Galaxy S সিরিজের একগুচ্ছ স্মার্টফোন। স্বাভাবিকভাবেই এই সিরিজে নানান আপগ্রেড দেখা যাবে। এর পাশাপাশি আসন্ন ডিভাইসগুলির নামেও পরিবর্তন আনা হবে। আসলে সম্প্রতি GSMA ডেটাবেসে সিরিজের বেস মডেল কে খুঁজে পাওয়া গেছে। যদিও এখানে বেস মডেলটির নাম Galaxy S26 (SM-S942) এর পরিবর্তে Galaxy S26 Pro বলে উল্লেখ করা হয়েছে।

Samsung Galaxy S26 লঞ্চ হবে না?

ডেটাবেসে নামের বিষয়টি প্রথম নজরে আনে বিশ্বস্ত টেকসাইট SammyPolice। এই লিস্টিং যদি সত্যি হয়, তাহলে শুধু কাগজে-কলমে নয়, বরং স্যামসাং তাদের বেস ফ্ল্যাগশিপ কনসেপ্ট কে ঢেলে সাজাতে চাইছে বলে অনুমান করা হচ্ছে।

এর আগেও স্যামসাংয়ের ফার্মওয়্যার ভার্সনে ‘S26 Pro’ নামটি উল্লেখ ছিল। ফলে মনে হচ্ছে এটা কোনো ভুলবশত লেখা বা সাময়িক কোডনেম নয়। এই রিপোর্টের ভিত্তিতে বলা যায়, আসন্ন সিরিজে Galaxy S26 Pro, S26 Edge ও S26 Ultra মডেল অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু কোথাও Galaxy S26 বা S26 Plus মডেলের নাম উল্লেখ নেই।

Samsung Galaxy S26 Pro হবে নতুন বেস মডেল

আমাদের অনুমান, স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ সিরিজ কে আরও ‘প্রিমিয়াম’ করতে চাইছে, যাতে করে iPhone 17 Pro বা Pixel 10 Pro-এর মতো প্রতিদ্বন্দ্বী মডেলের সাথে টক্কর দেওয়া যায়। বলাই বাহুল্য, “Pro” মডেলে উন্নত ডিসপ্লে, বড় ব্যাটারি বা দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে।