6500 টাকার কমে Samsung Galaxy F05 স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে এই গ্যাজেটটি কাজে লাগে। আপনি যদি এই মুহূর্তে অলরাউন্ডার কোনো ফোন খুঁজে থাকেন তাহলে আমরা Samsung Galaxy F05 নিতে বলবো। এই হ্যান্ডসেটটি ভালো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও পাওয়ারফুল প্রসেসর অফার করে।
Samsung Galaxy F05 এর দাম
স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট মোবাইল বোনানজা সেলে এটি পাওয়া যাচ্ছে মাত্র ৬,৪৯৯ টাকায়। অর্থাৎ ১৫০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে আপনি আরও ৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এক্সচেঞ্জ অফারেও থাকছে অতিরিক্ত ছাড়। সর্বমোট ৪,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে, যা নির্ভর করবে ফোনের অবস্থা ও মডেলের উপর।
Samsung Galaxy F05 এর স্পেসিফিকেশন ও ফিচার
Samsung Galaxy F05 ফোনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা প্রিমিয়াম অনুভূতি পান। এতে আছে স্টাইলিশ লেদার-প্যাটার্ন ব্যাক ডিজাইন। ডিভাইসটি টুইলাইট ব্লু কালারে এসেছে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য স্যামসাং গ্যালাক্সি এফ০৫ এর পিছনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। অন্য ক্যামেরাটি হল ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এর সামনে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে। এটি ২ বছরের OS আপগ্রেড এবং ৪ বছরের সিকিউরিটি আপডেট পাবে।