Realme Note 70T নোটিফিকেশন এলইডি ও ৬০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দাম শুরু ৮৯০০ টাকা থেকে

রিয়েলমি চুপিচুপি ইউরোপে তাদের নতুন নোট সিরিজের স্মার্টফোন Realme Note 70T লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ৯,০০০ টাকা থেকে। এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, Unisoc T7250 চিপসেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Realme Note 70T দুটি কালার অপশনে ও তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।
Realme Note 70T এর দাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট
Realme Note 70T এর ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৮৯ ইউরো, যা প্রায় ৮,৯০০ টাকার সমান। এছাড়া ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম এখনও নিশ্চিত করা হয়নি। এটি অবসডিয়ন ব্ল্যাক ও বিচ গোল্ড কালার অপশনে এসেছে। অন্যান্য দেশে ডিভাইসটি কবে লঞ্চ হবে তা এখনও নিশ্চিত করা হয়নি।
Realme Note 70T এর স্পেসিফিকেশন ও ফিচার
রিয়েলমি নোট ৭০টি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রেজোলিউশন এইচডি প্লাস (৭২০ x ১৬০০পিক্সেল), রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও ৫৬৩ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস।
পারফরম্যান্সের জন্য এতে Unisoc T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৪ জিবি র্যাম ও ৬৪, ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য Realme Note 70T এর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে ১৩ মেগাপিক্সেল OmniVision সেন্সর পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫ কাস্টম স্কিনে। এর অন্য ফিচারের মধ্যে আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পালস লাইট নোটিফিকেশন এলইডি, IP54 রেটিং ও MIL-STD-810H সার্টিফিকেশন।