পারফরম্যান্স জোরদার, স্ন্যাপড্রাগন প্রসেসর ও 200MP ক্যামেরা সহ আসছে Realme GT 8 Pro

রিয়েলমি ২০২৩ সালের নভেম্বরে চীনে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন GT 7 Pro লঞ্চ করে। এই মডেলটি পরবর্তীতে ভারতে লঞ্চ হয়, যেখানে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ছিল। এবার এর উত্তরসূরিকে আনার প্রস্তুতি শুরু হয়েছে। যদিও এখনো Realme-র পক্ষ থেকে GT 8 Pro সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

Realme GT 8 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, রিয়েলমি জিটি ৮ প্রো ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে। এই চিপসেট এখনও বাজারে না এলেও ধরে নেওয়া হচ্ছে যে এটি পারফরম্যান্সে বিপ্লব ঘটাবে। এই স্মার্টফোনে আরও পাওয়া যাবে মেটাল ফ্রেম, 2K রেজোলিউশন ডিসপ্লে, এবং আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি জিটি ৮ প্রো ফোনে দেওয়া হবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। যদিও চার্জিং স্পিড আগের মডেল জিটি ৭ প্রো এর তুলনায় কিছুটা কম হতে পারে, কারণ পূর্বসূরিতে যেখানে ছিল ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, এই মডেলে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে।

ক্যামেরার ক্ষেত্রেও বড় ধরনের আপগ্রেড দেখা যাবে। Realme GT 8 Pro স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে বলে টিপস্টার জানিয়েছেন। যদিও অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে এখনও কিছু সামনে আসেনি।

আশা করা হচ্ছে, Realme GT 8 Pro চলতি বছরের অর্থাৎ ২০২৫ সালের শেষ কোয়ার্টারে লঞ্চ হবে। তার আগে, আগামী ২৩ এপ্রিল চীনে এই সিরিজের বেস মডেল Realme GT 7 পা রাখতে চলেছে।