নতুন বছরে বিরাট খবর! অবশেষে ইলেকট্রিক স্প্লেন্ডার আনছে Hero, লঞ্চ কবে জেনে নিন

অবশেষে Hero Splendor বাইকের ইলেকট্রিক ভার্সন আনতে চলেছে কোম্পানি। দেশের অন্যতম জনপ্রিয় বাইক স্প্লেন্ডর, তার মাইলেজের জন্য বিখ্যাত। দামে কম এবং মানে অত্যন্ত ভালো হওয়ায় বছরের পর বছর ধরে মধ্যবিত্তের ভরসা হয়ে উঠেছে এই মোটরসাইকেল। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে পেট্রল বাইকের তুলনায় ইভির পাল্লা ভারী। যে কারণে Splendor বাইকের ইলেকট্রিক সংস্করণ আনার প্রস্তুতি শুরু করল হিরো মটোকর্প।

হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক অবশেষে বাজারে আসছে

এই দেশের সবথেকে বড় টু হুইলার কোম্পানি হিরো। যারা আগামী ২-৩ বছরে একগুচ্ছ নতুন বাইক ও স্কুটার লঞ্চ করার পরিকল্পনা রেখেছে। যার মধ্যে রয়েছে কম দামি বাইক Splendor-এর বৈদ্যুতিক সংস্করণ এবং হাই-পারফরম্যান্স ইলেকট্রিক মোটরসাইকেল। বর্তমানে যাদের কাছে Splendor রয়েছে তাদের কাছে খবরটি তাৎপর্যপূর্ণ হতে পারে।

ইলেকট্রিক Hero Splendor কবে আসবে?

জনপ্রিয় পেট্রল চালিত বাইকগুলি ধীরে ধীরে বিদ্যুৎ চালিত হতে পারে তার একটা আবছা ইঙ্গিত পাওয়া গিয়েছিল বটে, তবে নিশ্চিত কোনও কোম্পানি করেনি। এদিন তার অবসান ঘটাল হিরো মটোকর্প। অটোকার ইন্ডিয়া তাদের রিপোর্টে দাবি করেছে, ২০২৭ সালে বাজারে আসতে পারে হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক। আরও বলা হয়েছে, রাজস্থানের জয়পুরে কোম্পানির টেকনোলজি সেন্টার সিআইটিতে গত ২ বছর ধরে এই বাইক প্রস্তুত করছে হিরো।

এই বিষয়ে ওয়াকিবহাল এক সূত্রের দাবি, গোটা প্রকল্পটির নাম দেওয়া হয়েছে AEDA। এবং, কোম্পানি বছরে ২ লাখ ইলেকট্রিক স্প্লেন্ডর উৎপাদন করার কথা ভাবছে। এই বাইক ছাড়াও, একাধিক ইলেকট্রিক মডেল আনার লক্ষ্যমাত্রা নিয়েছে কোম্পানি। যার মধ্যে উল্লেখযোগ্য Vida Lynx, এটি একটি ইলেকট্রিক ডার্ট বাইক, যা ২০২৬ সালে লঞ্চ হবে।

প্রতি বছর এই বাইকের ১০ হাজার ইউনিট উৎপাদন করা হবে। প্রাথমিক ভাবে বাইকটি বিদেশের বাজারে লঞ্চ করা হতে পারে। ইভি বাজার মূল্যায়ন করার ভিত্তিতে গোটা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। এখন দেখার আম আদমির কথা চিন্তা করে, আসন্ন ইলেকট্রিক স্প্লেন্ডর বাইকে দাম কেমন রাখে হিরো মটোকর্প।