২০ হাজার টাকার নিচে সেরা 5G ফোন, অ্যামাজন গ্রেট সামার সেলের ধামাকা অফার

বর্তমানে 5G স্মার্টফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আপনিও যদি নিজের বা বাড়ির জন্য এই মুহূর্তে কোনো 5G ফোন খুঁজে থাকেন তাহলে সুখবর। কারণ শুরু হয়েছে অ্যামাজন গ্রেট সামার সেল। এই সেলে অনেক জনপ্রিয় ব্র্যান্ডের 5G ফোন ২০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে। আসুন সেলে কোন কোন ডিভাইস সস্তায় পাওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক।

iQOO Z10 5G

অ্যামাজন গ্রেট সামার সেলে আইকো জেড১০ ৫জি ফোনটি ১৯,৯৯৯ টাকায় কেনা যাচ্ছে এবং এটি ভারতে লঞ্চ হওয়া সবচেয়ে বড় ৭৩০০ এমএএইচ ব্যাটারিযুক্ত স্মার্টফোন। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট, কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সহ এসেছে।

Lava Agni 3 5G

সেলে মাত্র ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে Lava Agni 3 5G। এর পিছনে একটি ছোট সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। এই ফোনে আছে ডাইমেনসিটি 7300X চিপসেট, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Honor X9b 5G

অনার এক্স৯বি ৫জি স্মার্টফোনটি ১৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এতে আল্ট্রা বাউন্স অ্যান্টি-ড্রপ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উপস্থিত। এই ডিভাইসটি ৫৮০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

OPPO A3 Pro 5G

ওপ্পো এ৩ প্রো ৫জি মাত্র ১৫,৯৯৯ টাকায় সেলে পাওয়া যাচ্ছে। এই ফোনে আছে ৩৬০ ডিগ্রি ড্যামেজ-প্রুফ আর্মার বডি এবং ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 4

২০ হাজার টাকার নিচে OnePlus-এর ফোন কিনতে চাইলে Nord CE 4 মডেলটি নিতে পারেন। সেলে এর দাম ১৯,৯৯৯ টাকা। ফিচারের মধ্যে আছে স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ১০০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং, ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা।

Realme Narzo 80 Pro 5G

রিয়েলমি নারজো ৮০ প্রো ৫জি এর দাম ১৭,৯৯৯ টাকা, এটি সেগমেন্টের প্রথম ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর চালিত হ্যান্ডসেট। ফোনটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং IP69 ওয়াটারপ্রুফ রেটিং সহ এসেছে।