এবার রিচার্জ প্ল্যানের দাম বাড়ালো BSNL, ভ্যালিডিটি সহ সুবিধা কমলো ১৯৭ টাকার রিচার্জ প্ল্যানের

বেসরকারি টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ালেও সরকারি টেলিকম কোম্পানি BSNL এখনও এই পথে হাঁটেনি। তবে মাঝেমধ্যে তারা রিচার্জ প্ল্যানে পরিবর্তন আনে। সম্প্রতি অপারেটরটি ১৯৭ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। নতুন বেনিফিট সহ প্ল্যানটি BSNL-এর অফিসিয়াল ওয়েবসাইটে এখন তালিকাভুক্ত। আসুন কোম্পানির ১৯৭ টাকার প্ল্যানের আগের ও‌ এখনকার সুবিধা দেখে নেওয়া যাক।

BSNL এর ১৯৭ টাকার প্ল্যানের আগের সুবিধা

আগে এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাওয়া যেত। এর সাথে মিলতো আনলিমিটেড ভয়েস কল ও দৈনিক ১০০টি এসএমএস এর সুবিধা। এই বেনিফিটগুলি কেবল প্রথম ১৫ দিনের জন্য উপলব্ধ ছিল। যদিও প্ল্যানটির বৈধতা ৭০ দিন। অর্থাৎ কল আসা যাওয়ার সুবিধা ৭০ দিনের জন্য পাওয়া যেত। প্ল্যানটি সেকেন্ডারি SIM ব্যবহারকারীদের জন্য আদর্শ ছিল।

BSNL এর ১৯৭ টাকার প্ল্যানের নতুন সুবিধা

সাম্প্রতিক পরিবর্তনের পর BSNL এর ১৯৭ টাকার রিচার্জ প্ল্যানে মোট ৪ জিবি ডেটা দেওয়া হবে। এছাড়াও পাওয়া যাবে মোট ৩০০ মিনিট কল ও মোট ১০০টি এসএমএস। আর এখন এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৪ দিন।

অর্থাৎ আগের মতো এখন আর কেবল ১৫ দিনের জন্য সমস্ত সুবিধা পাওয়া যাবে না, পরিবর্তে পুরো ৫৪ দিন ধরে সুবিধাগুলি উপভোগ করা যাবে।

জানিয়ে রাখি, জুন ২০২৫ পর্যন্ত BSNL ইতিমধ্যেই ৯২,০০০-র বেশি 4G সাইট চালু করেছে। কোম্পানির লক্ষ্য জুলাইয়ের মধ্যে ১ লাখ সাইট তৈরি করা।