আর গরম হবে না, লঞ্চের পর Vivo X200 FE ফোনে এল প্রয়োজনীয় সফটওয়্যার আপডেট

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Vivo X200 FE। এবার এই ফোনের জন্য প্রথম সফটওয়্যার আপডেট রোল আউট করা হল। এই নতুন আপডেটের ভার্সন নম্বর PD2465BF_EX_A_15.0.11.7.W30। স্মার্টফোনটি এখন থেকে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনের লেটেস্ট ভার্সনে চলবে। Vivo X200 FE এর জন্য আসা এই আপডেটের ফাইল সাইজ প্রায় ২৬২ এমবি। আর এর সাথে জুলাই ২০২৫ গুগল সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে। ফলে ফোনের সিস্টেম সিকিউরিটি আরও শক্তিশালী হবে।
Vivo X200 FE ডিভাইসে এল নতুন সফটওয়্যার আপডেট
কোম্পানির তরফে বলা হয়েছে, নতুন আপডেট Vivo X200 FE স্মার্টফোনের ৫জি নেটওয়ার্ক কানেক্টিভিটিতে উন্নতি আনবে। এছাড়া একাধিক ব্যবহারকারী অভিযোগ করেছিলেন ডিভাইসটি ব্যবহারের সময় দ্রুত গরম হয়ে যাচ্ছে, এই আপডেটে সেই সমস্যারও ঠিক করা হয়েছে। ক্যামেরা বিভাগেও কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। জানানো হয়েছে, ফটোগ্রাফির সময় ক্যামেরা আগের চেয়ে আরও স্টেবল হবে। আর ছবির কোয়ালিটি ও এফেক্টসও আগের চেয়ে ভালো হবে।
Vivo X200 FE ফোনে আসা আপডেটের মূল পরিবর্তনগুলি:
- জুলাই ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে।
- ৫জি নেটওয়ার্কের পারফরম্যান্স আরও ভালো হবে।
- অতিরিক্ত গরম হওয়ার সমস্যা ঠিক করা হয়েছে।
- ক্যামেরা পারফরম্যান্স আরও ভালো হবে।
তবে ব্যবহারকারীরা মনে রাখবেন, নতুন আপডেট ইনস্টলের সময় ফোন কিছুটা গরম হতে পারে। আর ব্যাটারির দ্রুত শেষ হতে না পারে। তাই আপডেট করার সময় ডিভাইসটি চার্জে বসিয়ে রাখা ভালো। আপাতত আপডেটটি ভারতীয় Vivo X200 FE ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে। তবে আশা করা যায় শীঘ্রই অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য এই আপডেট রোলআউট করা হবে।