মাত্র 8499 টাকায় 50MP ক্যামেরার Redmi A4 5G ফোন, রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি

বর্তমানে 5G নেটওয়ার্কের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে সুপারফাস্ট ইন্টারনেট ব্যবহার করতে হলে দরকার 5G-সমর্থিত স্মার্টফোন। এই চাহিদার কথা মাথায় রেখে জনপ্রিয় টেক ব্র্যান্ড শাওমি বাজারে এনেছে একটি বাজেট-ফ্রেন্ডলি 5G স্মার্টফোন, যার নাম Redmi A4 5G। এই ডিভাইসটি এখন Amazon-এ বিশেষ ছাড় সহ মাত্র 8,499 টাকায় পাওয়া যাচ্ছে। আবার অ্যামাজন পে ব্যালেন্স দিয়ে পেমেন্ট করলে অতিরিক্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 8,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। এটি স্টারি ব্ল্যাক ও স্পার্কল পার্পল কালার অপশনে এসেছে।
Redmi A4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি A4 5G স্মার্টফোনে আছে 5G স্ট্যান্ডঅ্যালোন (SA) নেটওয়ার্ক সাপোর্ট, যার ফলে কেবল জিওর 5G নেটওয়ার্ক ব্যবহার করা যাবে। অর্থাৎ এয়ারটেলের নন স্ট্যান্ডঅ্যালোন নেটওয়ার্ক এতে সাপোর্ট করবে না। ফলে আপনি যদি জিও গ্রাহক হন তাহলেই এই ফোনটি কিনুন।
স্পেসিফিকেশনের কথা বললে, এতে আছে 6.88 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিটহ পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর।
ফটোগ্রাফির জন্য রেডমি A4 5G স্মার্টফোনে 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 5160mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি IP52 রেটিং সহ এসেছে, অর্থাৎ এটি ধুলো ও হালকা জলের ছিটেফোঁটা থেকে সুরক্ষা দেবে।