Apple এর Foldable iPhone কবে আসবে? সামনে এল বড় আপডেট

Apple এর Foldable iPhone নিয়ে গতবছর থেকে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, ডিভাইসটি ২০২৭ সালের শুরুতে বাজারে আসবে। তবে আজ ইন্ডাস্ট্রি বিশ্লেষক জেফ পু জানিয়েছেন যে, ফোল্ডেবল আইফোন হাতে পেতে আরও কিছুটা সময় লাগবে, কারণ এর উৎপাদনের সময় আরও পিছিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, ১৮.৮-ইঞ্চি ইনার ডিসপ্লের এই স্মার্টফোনের উৎপাদন ২০২৬-এর শেষের দিক থেকে শুরু হওয়ার কথা থাকলেও, সেই পরিকল্পনা আপাতত পিছিয়ে গেছে।
Foldable iPhone এর উৎপাদন পিছোচ্ছে Apple
বিশ্লেষক বলেছেন, অ্যাপলের ফোল্ডেবল আইফোন “ম্যাক-আইপ্যাড হাইব্রিড” হিসেবে বাজারে আসবে। অর্থাৎ প্রয়োজনে একে ট্যাবলেট বা ল্যাপটপের মতো ব্যবহার করা যাবে। কয়েকমাস আগের রিপোর্টে বলা হয়েছিল যে, আইফোন ১৮ সিরিজ লঞ্চের পরপরই এই ডিভাইসের উৎপাদনে শুরু হবে। তবে এখন মনে হচ্ছে, অ্যাপল এই পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে চাইছে।
Foldable iPhone এর ডিজাইন ও ফিচার
রিপোর্ট অনুযায়ী, এই ফোল্ডেবল আইফোনে ক্রীজ-মুক্ত ডিসপ্লে থাকবে যা স্যামসাং তৈরি করছে। আর শক্তিশালী হিঞ্জ ও ব্যাকপ্লেট সরবরাহ করবে Fine M-Tec নামের একটি কোম্পানি। আর স্মার্টফোনটি চলবে আইওএস ২৭-এর বিশেষ ভার্সনে। আর আগেই বলেছি, এতে ১৮.৮ ইঞ্চি ডিসপ্লে থাকবে। এতে লেটেস্ট A20 প্রসেসর ব্যবহার করা হতে পারে।
iPhone 17 সিরিজ নিয়ে আগ্রহ কম
এদিকে চলতি বছরের সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে আইফোন ১৭ সিরিজ। তবে আসন্ন এই সিরিজ কে নিয়ে খুব একটা উত্তেজনা ফ্যানদের মধ্যে দেখা যাচ্ছে না। জেফ পু-র মতে, বর্তমানে বাজারে থাকা আইফোন ১৬ সিরিজের তুলনায় “বড়সড় আপগ্রেডের” আশা থাকছে না ১৭ সিরিজে। এই কারণেই নতুন সিরিজ নিয়ে আগ্রহ কম ক্রেতাদের।