বিক্রি শুরু হল Realme 15 ও Realme 15 Pro ফোনের, ৩,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme 15 ও Realme 15 Pro। আজ থেকে ফোন দুটির ভারতে বিক্রি শুরু হল। ই-কমার্স সাইট Flipkart এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইস দুটি অর্ডার করা যাবে। লঞ্চ অফার হিসেবে Realme 15 ও Realme 15 Pro লোভনীয় ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার সহ কেনা যাবে। এই সিরিজের মুখ্য ফিচারের মধ্যে আছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Realme 15 ও Realme 15 Pro এর দাম ও সেল অফার
Realme 15 এর মডেলের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২৫,৯৯৯ টাকা। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে যথাক্রমে ২৭,৯৯৯ টাকা ও ৩০,৯৯৯ টাকা খরচ করতে হবে।
অন্যদিকে, Realme 15 Pro এর দাম শুরু হয়েছে ৩১,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা, ৩৫,৯৯৯ টাকা ও ৩৮,৯৯৯ টাকা।
লঞ্চ অফার হিসেবে নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহকরা রিয়েলমি ১৫ মডেলটি ২,০০০ টাকা ডিসকাউন্টে ও রিয়েলমি ১৫ প্রো মডেলটি ৩,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে।
Realme 15 ও Realme 15 Pro এর স্পেসিফিকেশন
Realme 15 সিরিজের উভয় ফোনে আছে ৬.৮ ইঞ্চি ১.৫কে রেজোলিউশনের কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও সর্বোচ্চ ৬,০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে। এদিকে পারফরম্যান্সের জন্য বেস মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্লাস এবং প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Realme 15 স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, অন্যদিকে Pro মডেলে ৫০ মেগাপিক্সেল IMX896 প্রাইমারি সেন্সরের সঙ্গে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দুটি ফোনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
এদের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, IP69 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, স্টেরিও স্পিকার ও ইউএসবি টাইপ সি পোর্ট ।