সবচেয়ে বেশি বিক্রি হওয়া Realme ফোন এখন অনেক সস্তায়, 6000 টাকা পর্যন্ত ছাড়

Amazon-এ শুরু হয়েছে Realme Brand Days Sale। যারা নতুন ফোন কিনতে চান তারা এই সেলের অফার কাজে লাগাতে পারেন। সেলে ব্র্যান্ডের একাধিক জনপ্রিয় স্মার্টফোনে মোটা অঙ্কের ছাড় দেওয়া হচ্ছে। কিছু মডেল সরাসরি ছাড়ে, আবার কয়েকটি মডেল ব্যাঙ্ক অফার বা কুপন ডিসকাউন্ট সহ ৬,০০০ টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। জানিয়ে রাখি, এই সেল সীমিত সময়ের জন্য আনা হয়েছে, তাই অফার পছন্দ হলে ঝটপট কেনাকাটা করে ফেলুন।
রিয়েলমি ব্র্যান্ড ডেজ সেলে Realme GT 7 Pro ডিভাইসটি কম দামে কেনা যাবে। শক্তিশালী পারফরম্যান্সের জন্য পরিচিত ডিভাইসটির ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১,০০০ টাকা ডিসকাউন্টের পর ৫০,৯৯৯ টাকার পরিবর্তে ৪৯,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
এরপর আসি Realme GT 7 ফোনের অফার প্রসঙ্গে। হ্যান্ডসেটটির আসল দাম ৩৯,৯৯৯ টাকা হলেও ৩,০০০ টাকা ডিসকাউন্ট এবং ৩,০০০ টাকা ব্যাঙ্ক অফার মিলিয়ে মোট ছাড় ৬,০০০ টাকা ছাড়ে এটি পাওয়া যাচ্ছে। ফলে এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাড়ি আনা যাবে ৩৩,৯৯৯ টাকায়।
সেলে Realme GT 7T স্মার্টফোনেও ৪,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। যারপর এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম কমে এসেছে ৩০,৯৯৯ টাকায়, যা আগে ছিল ৩৪,৯৯৯ টাকা।
বাজেট অপশনের কথা বললে Realme Narzo 80 Pro সস্তায় মিলছে। ১,০০০ টাকা ব্যাঙ্ক অফারের পর এর ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে ১৬,৯৯৯ টাকায়।
এর পাশাপাশি Realme Narzo 80 Lite 5G মডেলের সাথে ১,০০০ টাকার কুপন ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে ১০,৯৯৯ টাকা।
আর Realme 90x ও Realme 90 ফোন দুটি এই সেলে যথাক্রমে ১৩,৪৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এদের সাথে কুপন ডিসকাউন্ট ও ব্যাঙ্ক অফার পাওয়া যাচ্ছে।

