Moto G86 Power: প্রায় ৮ বছর পর ভারতের বাজারে ফিরছে Motorola Power সিরিজের ফোন

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Moto G96 5G। এরই মধ্যে Motorola এদেশে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে। আজ কোম্পানির অফিসিয়াল X (পূর্বতন টুইটার) হ্যান্ডলে একটি রহস্যজনক ভিডিও পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা – “গেট রেডি টু পাওয়ার থ্রু এভরিথিং, এফোটলেসলি। ওয়ার্ক, প্লে, ক্রিয়েট – নো লিমিট, জাস্ট পসিবিলিটিস।” যার অর্থ পরিষ্কার, আসন্ন ডিভাইসটি ফাটাফাটি পারফরম্যান্স দেবে। পোস্টের সঙ্গে #ComingSoon হ্যাশট্যাগও যোগ করেছে Motorola।

Moto G86 Power ভারতে লঞ্চ হতে পারে

তবে এই পোস্টের একটি শব্দ বিশেষ ভাবে নজর কেড়েছে, সেটি হল ‘পাওয়ার’। এরপরই গুঞ্জন শুরু হয়েছে যে, আপকামিং এই ফোনের নাম হতে পারে Moto G86 Power। আর সত্যিই যদি তাই হয়, তাহলে প্রায় আট বছর পর ভারতের বাজারে ফিরছে মোটোরোলার ‘পাওয়ার’ সিরিজের কোনও স্মার্টফোন। এই সিরিজের শেষ ডিভাইস হিসেবে ২০১৮ সালে এদেশে এসেছিল Motorola One Power।

টিজার ভিডিওতে স্মার্টফোনটির আউটলাইনও দেখা গেছে। এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ ও ফ্ল্যাশ থাকবে। এই ডিজাইনের সাথে মিল আছে G86 Power হ্যান্ডসেটের। আসুন ডিভাইসটির ফিচার সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Moto G86 Power এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলার এই পাওয়ার সিরিজের ডিভাইসে থাকবে ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ১০-বিট পি- ওএলইডি ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৪৫০০ নিট পর্যন্ত। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে গরিলা গ্লাস ৭আই। পারফরম্যান্সের জন্য G86 Power মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর দেওয়া হবে। এটি ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৭২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। হ্যান্ডসেটটি IP68 ও IP69 রেটিং সহ আসবে।

Moto G86 Power এর সম্ভাব্য দাম

রিপোর্ট অনুযায়ী, মোটোরোলার এই আসন্ন ফোনের দাম রাখা হতে পারে ২০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে। যদিও আমরা এখনই নিশ্চিত নই যে এটি G86 Power-ই হবে। তবে সম্ভাবনা প্রবল। এখন দেখার কোম্পানির তরফে কবে নাম জানানো হয়।