Moto G06 লঞ্চের আগে উপস্থিত বিক্রির সাইটে, ২৫৬ জিবি স্টোরেজ সহ আর কি পাবেন

মটোরোলা তাদের নতুন বাজেট স্মার্টফোন, Moto G06 এর উপর কাজ করছে। যদিও সংস্থার পক্ষ থেকে ফোনটির বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে ইউরোপের একটি অনলাইন রিটেইলার সাইটে ডিভাইসটি কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখান থেকে Moto G06 এর র্যাম, স্টোরেজ ও কালার অপশন সম্পর্কে জানা গেছে। আশা করা যায় এটি শীঘ্রই ইউরোপের বাজারে লঞ্চ হবে। আর স্মার্টফোনটি Moto G05 এর উত্তরসূরি হবে।
Moto G06 এর ফিচার ফাঁস
Epto নামের ওই অনলাইন রিটেইলার সাইট থেকে জানা গেছে, মোটো জি০৬ ডিভাইসটি ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যদিও এটি বিস্ময়ের যে, এর কোনো ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে না।
অন্যদিকে Moto G06 তিনটি কালার অপশনে আসবে – আরবস্ক, টেপস্ট্রি এবং টেন্ড্রিল। আপাতত ফোনটি সম্পর্কে এই তথ্যগুলিই ফাঁস হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, শীঘ্রই টিপস্টার বা বিভিন্ন সার্টিফিকেশন সাইটের দৌলতে এর প্রসেসর, ডিসপ্লে বা ক্যামেরা সম্পর্কে জানা যাবে।
Moto G05 এর স্পেসিফিকেশন
গত বছরে সাশ্রয়ী মূল্যে লঞ্চ হয়েছিল Moto G05। এতে ছিল ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ছিল ৯০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই মডেলে মিডিয়াটেক হেলিও এক্সট্রিম চিপসেট ও ৮ জিবি পর্যন্ত র্যাম দেওয়া হয়েছিল। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ছিল ৫,২০০ এমএএইচ, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করত।
ক্যামেরার কথা বললে, এর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ছিল। স্মার্টফোনটির অন্যান্য ফিচারের মধ্যে ছিল অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম (আপগ্রেড যোগ্য), সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মাইক্রোএসডি কার্ড স্লট ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক।