মাত্র ৫৫০০ টাকার iPhone এর ডায়নামিক বারের ফোন, রয়েছে শক্তিশালী ৫০০০mAh ব্যাটারি

বাজারে এখন কম বাজেটের মধ্যে উন্নত ফিচারের ফোন পাওয়া অসম্ভব বলেই মনে হয়। তবে itel এই ধারণা ভেঙে দিয়ে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন itel Zeno 10। নয়া এই হ্যান্ডসেটে আধুনিক ডিজাইন ও চমৎকার ফিচার পাওয়া যাবে। আর এর দাম রাখা হয়েছে মাত্র ৫৫০০ টাকার কাছাকাছি।

দাম কম থাকলেও itel Zeno 10 ফোনে আছে ‘ডাইনামিক বার’ ফিচার, যা iPhone-এর ‘ডাইনামিক আইল্যান্ড’-এর অনুকরণে তৈরি। সাধারণত মিড রেঞ্জ ডিভাইসেই এমন প্রযুক্তি দেখা যায়, কিন্তু itel Zeno 10 সাশ্রয়ী মূল্যেই প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে।

itel Zeno 10 এর দাম ও অফার

আইটেল জেনো ১০ এই মুহূর্তে অ্যামাজনে মাত্র ৫,৯৯৮ টাকায় পাওয়া যাচ্ছে। এর সাথে রয়েছে ৪০০ টাকার কুপন ডিসকাউন্ট। এর পাশাপাশি নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে দেওয়া হচ্ছে অতিরিক্ত ছাড়। শুধু তাই নয়, পুরানো ফোন এক্সচেঞ্জ করলে ৫,৬৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলতে পারে। তবে মনে রাখবেন যে, এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরানো ফোনের ব্র্যান্ড ও অবস্থার উপর।

স্পেসিফিকেশন ও ফিচার

আইটেল জেনো ১০ স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি HD+ ডিসপ্লে। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Unisoc T606 প্রসেসর। এতে পাওয়া যাবে ৩ জিবি‌ ফিজিক্যাল র‌্যাম, তবে ভার্চুয়াল RAM প্রযুক্তির সাহায্যে এর র‌্যাম ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর সাথে রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।