১০ হাজার টাকার কমে আসা Samsung Galaxy F06 5G এখন আরও কম দামে, এখানে পাবেন অফার

কম দামে নতুন স্মার্টফোন কিনতে চাইলে সুখবর। Samsung Galaxy F06 5G ডিভাইসে এখন ফ্লিপকার্টে আকর্ষণীয় অফারে পাওয়া যাচ্ছে। এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম রাখা হয়েছিল ৯,৪৯৯ টাকা। তবে এই মুহূর্তে ফ্লিপকার্টে এটি মিলছে মাত্র ৮,৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এর সাথে রয়েছে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার। Samsung Galaxy F06 5G এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি।
Samsung Galaxy F06 5G এর ওপর অন্যান্য অফার
স্মার্টফোনটি কেনার সময় ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের বা SBI ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ৪২৫ টাকার ক্যাশব্যাক মিলবে। আবার পুরানো ফোন বদলে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালুও পাওয়া যাবে। এটি জেড গ্রিন ও টুইলাইট ব্লু কালার অপশনে এসেছে।
Samsung Galaxy F06 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
স্যামসাং গ্যালাক্সি এফ০৬ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy F06 5G হ্যান্ডসেটে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলবে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এতে আগামী ৪ বছর পর্যন্ত ওএপ আপডেট এবং ৫ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট আসবে।