Google Pixel 10 Pro Fold ট্রিপল রিয়ার ক্যামেরা ও ডুয়েল ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল, দাম কত

Google বুধবার তাদের বহু প্রতীক্ষিত ফোল্ডেবল ফোন Pixel 10 Pro Fold ভারতে লঞ্চ করল। ‘Made by Google’ ইভেন্টে এই ডিভাইসটির ওপর থেকে পর্দা সরানো হয়েছে। ভারতে এর দাম রাখা হয়েছে ১,৭৫,০০০ টাকার কাছাকাছি। এই স্মার্টফোনে পাওয়া যাবে ৬.৪ ইঞ্চি ওএলইডি কভার স্ক্রিন এবং ৮ ইঞ্চি ওএলইডি প্রাইমারি ডিসপ্লে। এছাড়া Google Pixel 10 Pro Fold স্মার্টফোনে রয়েছে টেনসর জি৫ প্রসেসর, টাইটান M2 চিপ, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০১৫ এমএএইচ ব্যাটারি। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Google Pixel 10 Pro Fold এর দাম ও ভ্যারিয়েন্ট
ভারতে Google Pixel 10 Pro Fold এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৭২,৯৯৯ টাকা। এটি মুনস্টোন এবং জেড কালার অপশনে এসেছে। গ্লোবাল মার্কেটে এর দাম শুরু হয়েছে ১৭৯৯ ডলার (প্রায় ১,৫৬,৬০০ টাকা) থেকে। আন্তর্জাতিক বাজারে এটি ৫১২ জিবি ও ১টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে, যাদের মূল্য যথাক্রমে ১৯১৯ (প্রায় ১,৬৬,৯০০ টাকা) ও ২১৪৯ ডলার (প্রায় ১,৮৬,৯০০ টাকা)।
Google Pixel 10 Pro Fold এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে ও পারফরম্যান্স
ডুয়েল ন্যানো সিমের সাথে আসা গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড ফোনে ৬.৪ ইঞ্চি (১০৮০ x ২৩৬৪ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ৩,০০০ নিটস ব্রাইটনেস ও এইচডিআর সাপোর্ট করে। এর প্রাইমারি ডিসপ্লে ৮ ইঞ্চি (২০৭৬ x ২১৫২ পিক্সেল) ওএলইডি প্যানেল, যা ৩,০০০ নিটস ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।
পারফরম্যান্সের জন্য এতে ৩এনএম টেনসর জি৫ প্রসেসর, টাইটান M2 সিকিউরিটি চিপ ও ১৬ জিবি LPDDR5X র্যাম উপস্থিত। এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। গুগলের দাবি, সাত বছর পর্যন্ত স্মার্টফোনটি নিয়মিত অ্যান্ড্রয়েড আপডেট মিলবে।
ক্যামেরা সেটআপ
ফটোগ্রাফির জন্য Google Pixel 10 Pro Fold এর পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১০.৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১০.৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (১০এক্স অপটিক্যাল জুম সহ)। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য কভার ও প্রাইমারি ডিসপ্লেতে ১০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরায় জেমিনির ক্যামেরা কোচ, ফেস আনব্লার, ম্যাজিক ইরেজার সহ আরও নানা ফিচার রয়েছে।
ব্যাটারি ও অন্যান্য ফিচার
Pixel 10 Pro Fold এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬, এনএফসি, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও আইপি৬৮ রেটিং। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩০ ওয়াট চার্জিং ও ১৫ ওয়াট Qi2 ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।