সবচেয়ে শক্তিশালী ফোন, AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ঝড় তুললো Honor GT Pro স্মার্টফোন

অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩ এপ্রিল চীনে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। আর লঞ্চের আগেই ডিভাইসটি প্রযুক্তিপ্রেমীদের মনে ঝড় তুলেছে। আসলে সম্প্রতি টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি Weibo পোস্টে এই ফোনের AnTuTu বেঞ্চমার্ক স্কোর প্রকাশ করেছেন, যেখানে এটি রেকর্ডসংখ্যক ৩,৪৪৪,৩২৩ স্কোর করেছে।

যদিও পোস্টে স্মার্টফোনটির নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে স্ক্রিনশটে দেখা স্টেটাস বারের লেখা থেকে স্পষ্ট এটি Honor GT Pro হবে। এটি AnTuTu-তে এখনও পর্যন্ত কোনো ফোনের সর্বোচ্চ স্কোর।

প্রি-অর্ডার শুরু Honor GT Pro এর

অনার জিটি প্রো চীনে ইতিমধ্যে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ। জানা গেছে ফোনটি চারটি র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি এবং ১৬ জিবি + ১ টিবি। এটি গোল্ড, হোয়াইট এবং ব্ল্যাক অপশনে আসবে।

Honor GT Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

অনার জিটি প্রো ডিভাইসে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের হাই-রেজোলিউশন ডিসপ্লে থাকবে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সহ আসবে এবং এতে দেওয়া হবে LPDDR5x র‌্যাম ও UFS 4.1 স্টোরেজ।

সাউন্ডের কথা বললে এই ফোনে থাকবে ডুয়াল সুপার লার্জ স্পিকার। ফটোগ্রাফির জন্য অনার জিটি প্রো স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে টেলিফটো লেন্স থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ বা তার বেশি ক্যাপাসিটির ব্যাটারি‌ দেওয়া হবে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।