২০২০-এর স্মৃতি ফিরল, আবারও সবার আগে প্লে-অফের বাইরে ধোনির CSK

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ (IPL 2025) -এর প্লে-অফের দৌড় থেকে সবার আগে ছিটকে গেছে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। অবশিষ্ট সমস্ত ম্যাচ জেতার পরেও এই মরসুমে তারা সর্বাধিক ১২ পয়েন্ট অর্জন করতে পারবে। ফলে ধোনিদের পক্ষে দশ দলের টুর্নামেন্টে শীর্ষ চারে জায়গা করে নেওয়া আর সম্ভব নয়। এই নিয়ে দ্বিতীয়বার চেন্নাই সুপার কিংস সবার আগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল।
চেন্নাইয়ের এই অবস্থা শেষবার ঘটেছিল ২০২০ সালের আইপিএলে। সেই সময়ও ধোনির নেতৃত্বাধীন দলটি সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে। যদিও আইপিএলের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, কারণ চেন্নাই সাধারণত নিয়মিত প্লে-অফে খেলা দলগুলোর মধ্যে অন্যতম।
আইপিএলের ইতিহাস ঘেঁটে দেখলে, সবচেয়ে বেশি ৩ বার সবার আগে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস এবং ডেক্কান চার্জার্স। দিল্লি যথাক্রমে ২০১৪, ২০১৮ এবং ২০২৩ সালে সবার আগে এলিমিনেট হয়েছিল। অন্যদিকে, ডেক্কান চার্জার্স ২০০৮, ২০১১ ও ২০১২ সালে একই পরিণতির শিকার হয়েছিল।
আবার ২ বার করে সবার আগে বাদ পড়েছে মুম্বাই ইন্ডিয়ানস (২০২২ ও ২০২৪), পাঞ্জাব কিংস (২০১০ ও ২০১৫) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (২০১৭ ও ২০১৯)। একবার করে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স (২০০৯), পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২০১৩), রাইজিং পুনে সুপারজায়ান্টস (২০১৬) এবং সানরাইজার্স হায়দরাবাদ (২০২১)।