খরচ কমাতে Samsung Galaxy S26 Pro ও Galaxy S26 Edge ফোনে এবার এক্সিনস ২৬০০ প্রসেসর

Samsung আগামী বছরের অর্থাৎ ২০২৬ সালের Galaxy S সিরিজে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে। শোনা যাচ্ছে, এই সিরিজে বেস এবং প্লাস ভারিয়েন্টের পরিবর্তে কেবল Galaxy S26 Pro এবং Galaxy S26 Edge মডেল দুটি আসতে পারে। যদিও কোম্পানির তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে আজ আবার নয়া একটি রিপোর্ট থেকে ফোনগুলির চিপসেট সম্পর্কে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, উভয় ডিভাইসে ২এনএম এক্সিনস ২৬০০ (Exynos 2600) প্রসেসর ব্যবহার করা হবে।
খরচ কমাতে Galaxy S26 সিরিজে এক্সিনস ২৬০০ প্রসেসর
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম মারফত জানা গেছে, চিপ কেনার জন্য ২০২৫ সালের প্রথমার্ধে স্যামসাংয়ের খরচ ২৯.২ শতাংশ বেড়ে ৭.৭৮ কোরিয়ান ওন ট্রিলিয়ন (প্রায় ৪৮,৭০০ লাখ কোটি টাকা) হয়েছে। যেখানে ২০২৪ সালের একই সময়ে খরচ হয়েছিল ৬.২৭ কোরিয়ান ওন ট্রিলিয়ন (প্রায় ৩৯,২৫০ লাখ কোটি টাকা)। আর তাই খরচায় রাশ টানতে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসে কেবল কোয়ালকমের প্রসেসর ছাড়াও নিজেদের এক্সিনস প্রসেসর ব্যবহার করার কথা ভাবছে।
Samsung Galaxy S25 সিরিজে ছিল কোয়ালকম প্রসেসর
বর্তমানে স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজের সব মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত। এমনকি গ্যালাক্সি জেড ফোল্ড ৭ মডেলেও একই চিপসেট দেওয়া হয়েছে। যদিও কোয়ালকমের চিপ প্রস্তুতকারী কোম্পানি টিএসএমসি সম্প্রতি তাদের প্রোডাক্টের দাম বাড়িয়েছে। ফলে কোয়ালকমের আসন্ন ফ্ল্যাগশিপ প্রসেসরের দাম আরও বাড়বে বলেই মনে হচ্ছে। এই কারণে স্যামসাং বিকল্প হিসেবে নিজস্ব এক্সিনস চিপ ব্যবহার করতে চাইছে।
উল্লেখ্য, Samsung সম্প্রতি এলন মাস্কের কোম্পানি, Tesla-এর সাথে ইভি গাড়ির চিপ তৈরির জন্য চুক্তি করেছে। রিপোর্ট অনুযায়ী, ২ এনএম প্রসেসে নির্মিত চিপের কার্যকারিতায় খুশিও হয়েছে Tesla। তাই এই একই প্রসেসের সাথে আসা এক্সিনস ২৬০০ চিপসেটও দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে ধরে নেওয়া যায়। যদিও আমাদের বিশ্বাস, কয়েকটি দেশে Galaxy S26 Pro এবং Galaxy S26 Edge কোয়ালকমের প্রসেসরের সাথেই পাওয়া যাবে।