HMD Vibe 5G: ১০ হাজার টাকার কমে ভারতে লঞ্চ হচ্ছে নতুন 5G ফোন

HMD ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই 5G ফোনের নাম HMD Vibe 5G। আজ কোম্পানির অফিসিয়াল এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে এই ডিভাইসের প্রথম টিজার শেয়ার করা হয়েছে। শুধুএর পাশাপাশি HMD India–র ওয়েবসাইটেও মডেলটির জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। এখান থেকে HMD Vibe 5G এর ব্যাক প্যানেলের ডিজাইন ও কালার অপশন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। আসুন ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
HMD Vibe 5G এর অফিসিয়াল টিজার রিলিজ হল
অফিসিয়াল টিজার থেকে জানা গেছে, HMD Vibe 5G ডিভাইসে ৫০ মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরার সাথে সেকেন্ডারি লেন্স থাকবে। এই দুই ক্যামেরা একটি আয়তাকার মডিউলের ভিতরে অবস্থান করবে। লেন্স দুটি বৃত্তাকার কাটআউট সহ উল্লম্বভাবে বসানো থাকবে। ক্যামেরার পাশে দেওয়া হবে একটি LED ফ্ল্যাশ। আর মডিউলেই পাওয়া যাবে আলোকিত লাইন, যা দেখতে কিছুটা গ্লিফ-স্টাইল লাইটিংয়ের মতো হবে।
HMD Vibe 5G এর কালার অপশন ও লভ্যতা
এইচএমডি-র ওয়েবসাইট থেকে জানা গেছে, আপকামিং এইচএমডি ভাইব ৫জি বেগুনি ও কালো রঙে পাওয়া যাবে। লঞ্চের পর স্বাভাবিকভাবেই এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে। যদিও Flipkart বা Amazon থেকে এটি পাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
HMD Vibe 5G এই পুজোতে লঞ্চ হচ্ছে
সম্প্রতি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে HMD India–র ভাইস প্রেসিডেন্ট ও সিইও, রবি কুণওয়ার জানিয়েছিলেন যে, সংস্থাটি খুব শীঘ্রই ভারতে ১০,০০০ টাকার কমে একটি 5G স্মার্টফোন লঞ্চ করবে। তিনি তখন মডেলটির নাম বলেননি। তবে এখন যেহেতু টিজারে সরাসরি HMD Vibe 5G নামটি ব্যবহার করা হয়েছে, তাই এই মডেলটিই আসতে চলেছে বলে ধরে নেওয়া যায়।