Oppo Reno 14 FS 5G: ১২ জিবি র‌্যাম ও ৬,০০০mAh ব্যাটারি সহ আসছে নতুন ফোন, দাম সহ ফিচার ফাঁস হল

Oppo একের পর এক স্মার্টফোন বাজারে আনছে। এবার Reno 14 সিরিজের নতুন মডেল হিসেবে বাজারে আসছে Oppo Reno 14 FS 5G। কিছুদিন আগেই এই সিরিজের অধীনে Reno 14 F মডেলটি লঞ্চ হয়েছে। এখন আবার এই সিরিজে যুক্ত হচ্ছে আরও এট শক্তিশালী ফোন। ইতিমধ্যেই আমরা ডিভাইসটির মুখ্য ফিচার ও দাম সহ বিভিন্ন তথ্য জানতে পেরেছি। এই মাসেই হ্যান্ডসেটটি লঞ্চ হতে পারে।

Oppo Reno 14 FS 5G এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও দাম

ওপ্পো রেনো ১৪ এফএস ৫জি ফোনটি ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে বলে জানা গেছে। যেখানে রেনো ১৪ এফ মডেলটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যায়। অর্থাৎ নয়া মডেলটি বেশি র‍্যাম ও স্টোরেজ অফার করবে।

দামের বিষয়েও ধারণা পাওয়া গেছে। ইউরোপে ওপ্পো রেনো ১৪ এফএস এর দাম রাখা হতে পারে প্রায় ৪৫০ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,০০০ টাকার কাছাকাছি। ফোনটি দুটি রঙে আসতে পারে – লুমিনস গ্রীন, ওপাল ব্লু।

Oppo Reno 14 FS 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ১৪ এফএস ৫জি স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালার ওএস ১৫ কাস্টম স্কিন। এর সামনে দেখা যাবে ৬.৫৭ ইঞ্চি AMOLED প্যানেল, যার ডিজাইন থাকবে পাঞ্চ-হোল। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Oppo Reno 14 FS 5G একগুচ্ছ AI-ভিত্তিক ফিচার সহ আসবে – এআই পারফেক্ট শট, এআই লাইড ফটো, এআই স্টাইল ট্রান্সফার ইত্যাদি। যারা স্মার্টফোনে ক্যামেরা ও এডিটিং ফিচার নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন, তাদের জন্য এই ফিচারগুলি যথেষ্ট কাজে আসবে।