Vivo V60 Lite 4G ও V60 Lite 5G লঞ্চের আগে পেল একাধিক সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র

Vivo তাদের V60 সিরিজের একাধিক ফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের V60 Lite মডেলের 4G ও 5G ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই একাধিক সার্টিফিকেশন সাইটে ধরা পড়েছে। আজ আবার Vivo V60 Lite 4G ডিভাইসটি টিকেডিএন (TKDN) সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। অন্যদিকে, V60 Lite 5G মডেলটি মালয়েশিয়ার সিরিম (SIRIM), নরওয়ের নেমকো (Nemko) এবং ইউরোপীয় ইইসি (EEC) সার্টিফিকেশন সাইট থেকেও অনুমোদন লাভ করেছে।

Vivo V60 Lite 4G উপস্থিত হল TKDN, SDPPI, CQC সার্টিফিকেশন সাইটে

Vivo V60 Lite 4G মডেলের কোডনেম ‘V2530’।টিকেডিএন সার্টিফিকেশন সাইট অনুসারে, এতে ২জি, ৩জি ও ৪জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। এর আগে ইন্দোনেশিয়ার এসডিপিপিআই (SDPPI) ডেটাবেস থেকে ফোনটির নাম নাম জানা গিয়েছিল।

শুধু তাই নয়, চীনের সিকিউসি (CQC) এবং ইউরোপের ইইসি প্ল্যাটফর্মেও ডিভাইসটি তালিকাভুক্ত হয়েছে। যেখান থেকে স্পষ্ট যে, ফোনটি একাধিক বাজারে লঞ্চ হতে চলেছে। সিকিউসি সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে ভিভো ভি৬০ লাইট ৪জি মডেলে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo V60 Lite 5G পেল SIRIM, NEMKO ও EEC থেকে ছাড়পত্র

অন্যদিকে, Vivo V60 Lite 5G স্মার্টফোনের মডেল নম্বর ‘V2529’ জানা গেছে। মালয়েশিয়ার সিরিম ডেটাবেস ডিভাইসটির নাম নিশ্চিত করেছে। এখানে হ্যান্ডসেটটির সার্টিফিকেশনের মেয়াদ রাখা হয়েছে ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত। নেমকো ডেটাবেসেও একই মডেল নম্বর দেখা গেছে। এখানে বলা হয়েছে, ডিভাইসটি ক্লাস–থ্রি প্রটেকশনসহ আসবে। এটি লো-ভোল্টেজ সাপোর্ট ও ইউএসবি টাইপ-সি পোর্ট সহ আসবে। এদিকে ইউরোপের ইইসি সার্টিফিকেশন সাইটেও অন্তর্ভুক্ত হয়েছে মডেলটি।

উল্লেখ্য, Vivo V60 5G স্মার্টফোনটি ইতিমধ্যেই বাজারে এনেছে। এবার এই সিরিজে V60 Lite মডেলটি যুক্ত হবে। আশা করা যায় যে, শীঘ্রই কোম্পানি আসন্ন মডেলের লঞ্চের তারিখ ঘোষণা করবে।