ট্রিপল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A56, রয়েছে শক্তিশালী ব্যাটারি

সম্প্রতি যুক্তরাষ্ট্রে লঞ্চ হয়েছে Samsung Galaxy A56। এই ডিভাইসে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, এক্সিনস ১৫৮০ প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তবে ফোনটি ফিচারে ঠাসা হলেও, এর দাম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ Samsung Galaxy A56 কিনতে গেলে প্রায় ৪৩,০০০ টাকা খরচ করতে হবে।

Samsung Galaxy A56 এর দাম ও কালার অপশন

স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হয়েছে ৪৯৯ ডলার (প্রায় ৪৩,০০০ টাকা) থেকে। আর ২৫৬ জিবি কিনতে চাইলে আপনাকে খরচ করতে হবে ৫৪৯ ডলার (প্রায় ৪৭,৩০০ টাকা)। ফোনটি লাইটগ্রে ও গ্রাফাইট কালার অপশনে এসেছে।

Samsung Galaxy A56 এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি এ৫৬ এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান।

এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে এক্সিনস ১৫৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy A56 অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ওয়ান ইউআই ৭ কাস্টম স্কিনে চলে। কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই ডিভাইস ছয় বছরের সফটওয়্যার আপডেট পাবে। এতে কিছু আকর্ষণীয় AI ফিচার পাওয়া যাবে, যেমন অবজেক্ট ইরেজার ও সার্কেল টু সার্চ।

তুলনার খাতিরে Galaxy S24 FE স্মার্টফোনে ফ্ল্যাগশিপ গ্রেডের এক্সিনস ২৪০০ই চিপসেট উপস্থিত। সাথে পাওয়া যাবে আইপি৬৮ রেটিং, ওয়্যারলেস চার্জিং এবং আরও উন্নত ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে। এর দাম ছিল ৬৪৯ ডলার, তবে অফারে ফোনটি এখন ৫২৫ ডলার (১২৮ জিবি) থেকে কেনা যাচ্ছে। অর্থাৎ দামের পার্থক্য খুব বেশি নেই। ফলে ক্রেতারা Galaxy A56 এর পরিবর্তে Galaxy S24 FE কেনার দিকে ঝুঁকবে বলেই বিশেষজ্ঞরা অনুমান করছে।