iQOO Z10 Lite 4G বিশাল বড় ৬০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল, রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

iQOO Z10 Lite 4G আজ রাশিয়ায় লঞ্চ হল। এর দাম রাখা হয়েছে ২০ হাজার টাকার কম। এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন প্রসেসর। এই ডিভাইসটির ডিজাইন অনেকটা Vivo Y400 4G মতোই। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৬০০০ এমএএইচ ব্যাটারি। উল্লেখ্য, চলতি বছরের জুনে ভারতে লঞ্চ হয়েছিল iQOO Z10 Lite 5G। এই মডেলেও ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
iQOO Z10 Lite 4G এর দাম ও কালার অপশন
iQOO Z10 Lite 4G এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ রুবেল (প্রায় ১৮,৭০০ টাকা)। আর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ১৮,৪৯৯ রুবেল (প্রায় ২০,৩০০ টাকা)। দুটি রঙে এসেছে ফোনটি – টাইগা (সবুজ) ও গ্লেসিয়ার (সাদা)। রাশিয়ার বাজার ছাড়াই ডিভাইসটি অন্যান্য অঞ্চল কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
iQOO Z10 Lite 4G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিমের আইকো জেড১০ লাইট ৪জি স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ থেকে ১২০ হার্টজ পর্যন্ত পরিবর্তনযোগ্য। আর ডিসপ্লে ১,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট। ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে এতে IP68 ও IP69 রেটিং উপস্থিত।
iQOO Z10 Lite 4G মডেলটি ৮ জিবি LPDDR4X র্যাম ও ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার চার্জিং স্পিড ৪৪ ওয়াট।
ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (এফ/১.৮ অ্যাপারচার) এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর (এফ/২.৪) সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।