বাজারের সেরা ৫ গেমিং স্মার্টফোন, RedMagic 10S Pro থেকে Poco F7 Ultra আছে লিস্টে

স্মার্টফোনে গেম খেলার প্রবণতা ব্যবহারকারীদের মধ্যে ধীরে ধীরে বাড়ছে। এই কারণে বেশ কয়েকটি ব্র্যান্ড এখন ডেডিকেটেড গেমিং স্মার্টফোন বাজারে আনছে। পাশাপাশি ফ্ল্যাগশিপ ফোনগুলিকেও গেমিংয়ের জন্য উপযুক্ত করে ডেভেলপ করা হচ্ছে। বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোনে গেমারদের জন্য বিশেষ বাটন, উন্নত কুলিং সিস্টেম সহ নতুন নতুন মোড দেওয়া হচ্ছে। আজকের প্রতিবেদনে আমরা এই মুহূর্তে বাজারের সেরা ৫টি গেমিং ফোনের বিষয়ে বলবো, যার মধ্যে Nubia ও Asus এর ডিভাইস আছে।
RedMagic 10S Pro
গেমারদের জন্য বিশেষ ভাবে তৈরি Nubia-র RedMagic 10S Pro ফোনটি। এতে আছে ৬.৮৫ ইঞ্চি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। এতে আছে ইন-ডিসপ্লে ক্যামেরা, আর পেছনে আধা-স্বচ্ছ ডিজাইন, RGB লাইট, এবং গেমারদের পছন্দসই অ্যাঙ্গুলার কাট। তাপ নিয়ন্ত্রণের জন্য এই স্মার্টফোনে ইন-বিল্ট ফ্যান ও ভেপর চেম্বারযুক্ত কুলিং সিস্টেম উপস্থিত। আর পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৭০৫০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Asus ROG Phone 9 Pro
Asus ROG Phone 9 Pro হল পুরোপুরি একটি গেমিং ফোন। এতে আছে ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের LTPO ডিসপ্লে, সাইড ইউএসবি-সি পোর্ট, আর উন্নত তাপ নিয়ন্ত্রণ প্রযুক্তি। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল স্ট্যাবিলাইজড সেন্সর, ৩x জুম লেন্স ও গিম্বাল সাপোর্ট। এই গেমিং ডিভাইসে আছে ৫৮০০ এমএএইচ ব্যাটারি, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র্যাম।
Samsung Galaxy S25 Ultra
স্যামসাংয়ের এস সিরিজের সবচেয়ে প্রিমিয়াম এই ডিভাইসটি যদিও গেমিং ফোন হিসেবে বাজারে আসেনি, কিন্তু এটি পারফরম্যান্সে পিছিয়ে নেই। এতে পাওয়া যাবে ৬.৯ ইঞ্চি ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট ফর গ্যালাক্সি প্রসেসর, ও ৭ বছরের সফটওয়্যার আপডেট’। এতে আছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, Samsung DeX, আর IP68 রেটিং।
iPhone 16 Pro Max
গতবছরের সেপ্টেম্বরে লঞ্চ হওয়া iPhone 16 Pro Max মডেলটি A18 Pro চিপের দৌলতে ধারালো পারফরম্যান্স দেয়, আর iOS গেম অপটিমাইজেশনের কারণে অ্যান্ড্রয়েডের চেয়ে অনেক গেম এতে আরও ভালো চলে। সাথে রয়েছে NVMe স্টোরেজ, ১২০ হার্টজ OLED স্ক্রিন আর 3D স্ট্যাবিলাইজড ক্যামেরা।
Poco F7 Ultra
মিড রেঞ্জে আসা Poco F7 Ultra ফিচারের কারণে গেমারদের মন জয় করে নিয়েছে। এতে আছে ১৬ জিবি র্যাম, ৩২০০ নিটস কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লে, ও ১২০ ওয়াট চার্জিং। ক্যামেরার ক্ষেত্রে ২.৫এক্স জুম, ৩২ মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স আছে। ডিভাইসটি IP68 রেটিং সহ এসেছে।