10 হাজার টাকা ডিসকাউন্টে Motorola Razr 60 Ultra স্মার্টফোন, Amazon ফেস্টিভ্যাল সেলে ধামাকা অফার

মোটোরোলার স্টাইলিশ ফোন, Motorola Razr 60 Ultra, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে লোভনীয় অফার সহ পাওয়া যাচ্ছে। এই ফোল্ডেবল ডিভাইসে আছে ১.৫কে রেজোলিউশনের পিওএলইডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৪৭০০ এমএএইচ ব্যাটারি। Motorola Razr 60 Ultra এর ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৮ টাকা। তবে সেলে ৭,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারটি ৫ অক্টোবর পর্যন্ত পাওয়া যাবে।

Motorola Razr 60 Ultra এর ওপর অন্যান্য অফার

এর সাথে ৪,৪৯৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও মিলবে। আবার মোটোরোলা রেজর ৫০ আল্ট্রা কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করে ৪৪,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যেতে পারে। তবে এই এক্সচেঞ্জ ভ্যালুর পরিমাণ নির্ভর করবে আপনার পুরানো ডিভাইসের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Motorola Razr 60 Ultra এর ফিচার এবং স্পেসিফিকেশন

Motorola Razr 60 Ultra স্মার্টফোনে ৬.৯৬ ইঞ্চি ফ্লেক্সভিউ ১.৫ কে পিওএলইডি প্রাইমারি ডিসপ্লে আছে। এই ডিসপ্লে ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এতে ৪ ইঞ্চি সেকেন্ডারি ডিসপ্লেও উপস্থিত। এই কুইকভিউ পিওএলইডি এলটিপিও ডিসপ্লেতেও ১৬৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লে সুরক্ষার জন্য এতে গরিলা গ্লাস সিরামিক ব্যবহার করা হয়েছে। ফ্লিপ ফোনটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য, Motorola Razr 60 Ultra মডেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর বর্তমান। প্রাইমারি ক্যামেরায় OIS সাপোর্ট করে। সেলফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।