Samsung আনছে 500MP ক্যামেরার স্মার্টফোন, Galaxy S26 Ultra তে প্রথম ব্যবহার হবে?

ক্যামেরা সেগমেন্টে প্রতিযোগিতা বাড়াতে চলেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি ইতিমধ্যেই 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন বাজারে এনেছে। এখন সংস্থাটি 500 মেগাপিক্সেল ক্যামেরার গ্যালাক্সি স্মার্টফোন নিয়ে কাজ করছে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, আগামী বছর লঞ্চ হতে চলা Samsung Galaxy S26 Ultra স্মার্টফোনে এই 500MP সেন্সর দেওয়া হতে পারে। উল্লেখ্য, এই বছর লঞ্চ হতে চলা Galaxy S25 Ultra-তেও একই 200MP ক্যামেরা থাকতে পারে। কোম্পানির এই ফোনটি 22 জানুয়ারি বিশ্ব বাজারে লঞ্চ হবে।

500 মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে Samsung

টিপস্টার জুকানলোশ্রীভ তার এক্স পোস্টে স্যামসাংয়ের 509 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, স্যামসাংয়ের আসন্ন গ্যালাক্সি ডিভাইসে এই 500 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। এছাড়াও ট্রিপল লেয়ার ইমেজ স্ট্যাকড সেন্সর নিয়ে কাজ করছে দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ডটি। এই ক্যামেরা সেন্সরটি সোনির এক্সমোর আরএস ইমেজ সেন্সর থেকে উন্নত হবে।

টিপস্টার দাবি করেছেন, ট্রিপল লেয়ার স্ট্যাক সেন্সর অ্যাপলের পিডি-টিআর লজিক কনফিগারেশনের মতো কাজ করবে। 2026 সালে লঞ্চ হওয়া iPhone 18 সিরিজে এই উন্নত ক্যামেরা সেন্সর ব্যবহার করতে পারে Apple। এটিই হবে অ্যাপলের প্রথম আইফোন, যার জন্য স্যামসাং ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। বর্তমানে লঞ্চ হওয়া অ্যাপল আইফোনে সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য আইফোনে সিএমওএস ইমেজ সেন্সর অর্থাৎ সিআইএস ব্যবহার করা হয়। স্যামসাংয়ের থ্রি-লেয়ার স্ট্যাকড ইমেজ সেন্সর এর চেয়ে বেশি উন্নত হবে।

iPhone 18-এ স্যামসাংয়ের ক্যামেরা

গত বছরের জুলাইয়ে অ্যাপল বিশ্লেষক মিং-চি-কুয়ো দাবি করেন, ভবিষ্যতের আইফোন মডেলের সনির ক্যামেরা সেন্সরের পরিবর্তে স্যামসাংয়ের ক্যামেরা সেন্সর থাকবে। 2026 সালে লঞ্চ হওয়া iPhone 18 সিরিজে এই পরিবর্তন দেখা যেতে পারে। 2026 সালে লঞ্চ হওয়া আইফোন 18 মডেলে স্যামসাংয়ের 48 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকতে পারে। একই সঙ্গে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি S সিরিজের স্মার্টফোনে 500 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করতে পারে।