পথে আরও নিয়ন্ত্রণে রাইড, ক্রুজ কন্ট্রোল সহ 2025 KTM 390 Adventure X বাইক লঞ্চ হল

KTM আজ ভারতে তাদের অ্যাডভেঞ্চার সিরিজের আপডেটেড মডেল, 2025 KTM 390 Adventure X লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ৩ লাখ টাকার কাছাকাছি। নতুন এই বাইকে রাইডাররা একাধিক সুবিধা পাবেন। এতে রয়েছে ক্রুজ কন্ট্রোল। এছাড়া এই বাইকে পাওয়া যাবে ট্র্যাকশন কন্ট্রোল ও তিনটি মোড। আসুন 2025 KTM 390 Adventure X এর ফিচার ও দাম জেনে নেওয়া যাক।

2025 KTM 390 Adventure X এর ফিচার

২০২৫ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স মডেলে পাওয়া যাবে ক্রুজ কন্ট্রোল। যারা বাইকে দীর্ঘ পথ পাড়ি দেন, তাদের জন্য এই ফিচার যথেষ্ট সুবিধা প্রদান করবে। এর সাথে পাওয়া যাবে নতুন সুইচগিয়ার। এখানে ক্রুজ কন্ট্রোল অন/অফ করার জন্য আলাদা বাটন উপস্থিত।

এদিকে, ২০২৫ কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স‌ বাইকে এই প্রথমবারে IMU-ভিত্তিক কর্নারিং ABS ও ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। ফলে পাহাড়ি বা ঘোরানো রাস্তায় আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণ‌ পাওয়া যাবে।

আর আগের মডেলে যেখানে শুধু স্ট্যান্ডার্ড ‘স্ট্রিট’ মোড ছিল, এখন সেখানে স্ট্রিট, রেইন, ও অফ-রোড মোড দেওয়া হয়েছে। বর্ষাকালে বা দুর্গম রাস্তায় রেইন মোড বিশেষ কাজে আসবে।

2025 KTM 390 Adventure X এর ভারতে দাম

নতুন ফিচার যুক্ত হওয়ার কারণে বাইকটির দাম বেড়েছে প্রায় ১২,০০০ টাকা। আপডেটেড 2022 KTM 390 Adventure X-এর নতুন এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৩.০৩ লাখ টাকা (দিল্লি)।