Oppo K13 Turbo ও K13 Turbo Pro আগামী মাসেই ভারতে লঞ্চ হচ্ছে, থাকবে 7000mAh ব্যাটারি

এবার ভারতে আসছে OPPO K13 Turbo সিরিজ। কয়েক সপ্তাহ আগে এই সিরিজের ফোনগুলি চীনে লঞ্চ হয়েছিল। GSMArena-র এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, ডিভাইসগুলি আগামী ১১ থেকে ১৪ অগাস্টের মধ্যে ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই Flipkart এই সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। ফলে লঞ্চের পর ডিভাইসগুলি এই ই-কমার্স সাইট থেকে পাওয়া যাবে। আসুন OPPO K13 Turbo সিরিজের চীনা মডেল দুটির ফিচার জেনে নেওয়া যাক।

Oppo K13 Turbo Series india launch next month

OPPO K13 Turbo সিরিজ ভারতে লঞ্চ হচ্ছে

চীনে এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ হয়েছে, এই মডেলগুলি হল – K13 Turbo ও K13 Turbo Pro। এগুলিই ভারতে আসবে বলে আমাদের অনুমান। ডিভাইস দুটি iQOO Neo 10 ও Poco F7 Pro-র মতো ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। উভয় ফোন ভারতে মিড রেঞ্জে লঞ্চ হবে।

OPPO K13 Turbo সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো কে১৩ টার্বো মডেলটি চীনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর সহ এসেছে, আর প্রো মডেলে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট। উভয় হ্যান্ডসেটে ৬.৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য OPPO K13 Turbo সিরিজের পিছনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ফোন দুটিতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

OPPO K13 Turbo সিরিজে অ্যাক্টিভ কুলিং ফ্যান ও র‌্যাপিড কুলিং ইঞ্জিন উপস্থিত, যা ফোনের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারবে। এছাড়া রয়েছে IPX6, IPX8 ও IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।