অ্যাপলের বড় চমক, কেবল iPhone 17 Air মডেলে থাকবে টাইটেনিয়াম ফ্রেম, কেন জানুন

Apple সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লঞ্চ করতে পারে iPhone 17 স্মার্টফোন সিরিজ। এই সিরিজের অধীনে বেস, প্রো, ম্যাক্স মডেলের পাশাপাশি এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে নতুন iPhone 17 Air ডিভাইসটি। কয়েকটি রিপোর্টে বলা হয়েছে এই ফোনটি ‘Plus’ মডেলের জায়গা নিতে পারে। আর এটি সবচেয়ে পাতলা আইফোন হবে বলে জানা গেছে। নয়া একটি রিপোর্টে আবার বলা হয়েছে iPhone 17 Air হবে সিরিজের একমাত্র ফোন, যেখানে টাইটানিয়াম ফ্রেম ব্যবহার করা হবে।

iPhone 17 Air মডেলে থাকতে পারে টাইটানিয়াম ফ্রেম

জনপ্রিয় টেক পোর্টাল MacRumors-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্লেষক জেফ পু দাবি করেছেন, এবছর কেবল আইফোন ১৭ এয়ার মডেলে ব্যবহার করা হবে টাইটানিয়াম ফ্রেম। যেখানে গত বছর আমরা আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ফোন দুটিতে এই ফ্রেম দেখেছিলাম। আসন্ন সিরিজের বাকি তিনটি মডেল অর্থাৎ আইফোন ১৭, ১৭ প্রো এবং ১৭ প্রো ম্যাক্স-এ থাকবে অ্যালুমিনিয়ামের ফ্রেম।

জানিয়ে রাখি, টাইটানিয়াম অনেক বেশি টেকসই এবং পাতলা ডিজাইনেও ফোনকে মজবুত রাখতে সাহায্য করে। এর পাশাপাশি টাইটানিয়াম ফ্রেম অ্যালুমিনিয়াম তুলনায় হালকা, ফলে আইফোন ১৭ এয়ার মডেলের বিশেষত্ব ধরে রাখার ক্ষেত্রে সুবিধা হবে।

কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে, iPhone 17 সিরিজে ডিজাইনের দিক থেকে প্রত্যেকটি মডেলের মধ্যে পার্থক্য থাকবে। আর ডিভাইসগুলি ৮ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হতে পারে। সিরিজের iPhone 17 Pro ও Pro Max মডেলে পারফরম্যান্সের জন্য দেওয়া হবে A19 Pro চিপ এবং ১২ জিবি র‌্যাম। আর সাধারণ iPhone 17 ও iPhone 17 Air মডেলে থাকবে স্ট্যান্ডার্ড A19 চিপ ও ৮ জিবি র‌্যাম।

ডিসপ্লের সাইজের ক্ষেত্রেও বৈচিত্র্য দেখা যেতে পারে। বেস ও প্রো মডেলে থাকতে পারে ৬.৩ ইঞ্চি স্ক্রিন, যেখানে iPhone 17 Air ডিভাইসটি ৬.৫ ইঞ্চি এবং Pro Max ফোনে থাকতে পারে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে।