50 মেগাপিক্সেল পর্যন্ত সেলফি ক্যামেরা সহ আসছে HMD Pulse 2, Pulse 2 Plus ও Pulse 2 Pro

নতুন বাজেট স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে কয়েকদিন আগে অপেক্ষা করে যান। খুব শীঘ্রই HMD লঞ্চ করতে চলেছে নতুন তিনটি ফোন, যাদের নাম Pulse 2, Pulse 2 Plus এবং Pulse 2 Pro। যদিও এদের লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি, তবে টিপস্টার @smashx_60 (HMD_MEME’S) আজ এই ফোন তিনটির স্পেসিফিকেশন ফাঁস করেছেন। টিপস্টারের মতে, এই তিনটি ডিভাইসই মূলত বাজেট সেগমেন্টে আসবে। আর প্রতটি মডেলে পাওয়া যাবে ইউনিসক চিপসেট এবং ৫০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা।
HMD Pulse 2 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)
Pulse 2 ফোনে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এটি ৪ জিবি র্যাম এবং ৬৪ বা ১২৮ জিবি স্টোরেজ অপশন সহ আসবে। পারফরম্যান্সের জন্য দেওয়া হবে Unisoc T7200 চিপসেট। ফটোগ্রাফির জন্য থাকবে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের সঙ্গে একটি ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি চলবে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে।
HMD Pulse 2 Plus এর ফিচার ও স্পেসিফিকেশন (সম্ভাব্য)
Pulse 2 Plus মডেলে থাকবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিভাইসে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ থাকবে ডেপথ সেন্সর। সামনে দেখা যাবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। হ্যান্ডসেটটি ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি Unisoc T7200 প্রসেসর দ্বারা চালিত হবে।
HMD Pulse 2 Pro এর সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
সিরিজের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন হবে Pulse 2 Pro। এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হবে Unisoc 7250 প্রসেসর। ক্যামেরা বিভাগে ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ম্যাক্রো এবং একটি ডেপথ সেন্সর থাকবে। সেলফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।