Samsung Galaxy A, Galaxy M ও Galaxy F সিরিজের এই চারটি ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর

হাজার হাজার Samsung ফোন ব্যবহারকারীদের জন্য খারাপ খবর। আজ দক্ষিণ কোরিয়ার কোম্পানির তরফে জানানো হয়েছে যে, তাদের চারটি জনপ্রিয় স্মার্টফোন আর কোনো সফটওয়্যার আপডেট আসবে না। Samsung তাদের ডিভাইসগুলিতে দীর্ঘ সময় ধরে সফটওয়্যার ও সিকিউরিটি সাপোর্ট দেওয়ার জন্য পরিচিত হলেও, এবার তারা ২০২১ সালে লঞ্চ হওয়া কয়েকটি মডেলের জন্য আপডেট রোলআউট বন্ধ করার সিদ্ধান্ত নিল। এই ডিভাইসগুলি আর নতুন কোনো ফিচার, সিকিউরিটি প্যাচ কিংবা অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাবে না।

কোন কোন Samsung ফোনের জন্য আপডেট বন্ধ হল

এবার থেকে Samsung Galaxy A22, Galaxy F22, Galaxy M32 ও Galaxy M42 5G আর কোনো আপডেট পাবে না বলে জানা গেছে। চারটি ফোনই ২০২১ সালে বাজারে এসেছিল। সামসাংয়ের আপডেট রোলআউটের নিয়ম অনুযায়ী, মিড-রেঞ্জ হ্যান্ডসেটগুলি সাধারণত দুইবার বড় অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং চার বছর ধরে সিকিউরিটি আপডেট পায়। এই চারটি মডেলের জন্য সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ায় আর মডেলগুলি আপডেট পাবে না।

আপডেট না এলে কি সমস্যা হবে?

আপডেট না আসার অর্থ Samsung Galaxy A22, Galaxy F22, Galaxy M32 ও Galaxy M42 5G হ্যান্ডসেটে আর কোনো নতুন ফিচার পাওয়া যাবে না। এছাড়া ফোন চারটি ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ হবে। কারণ ডিভাইসে সিকিউরিটি আপডেট না এলে হ্যাকিংয়ের সম্ভাবনা, ভাইরাস দ্বারা আক্রান্ত বা ডেটা লিক হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায়। পাশাপাশি নতুন অনেক অ্যাপ বা ফিচার পুরানো সিস্টেমে ঠিকমতো কাজ করে না।

Samsung-এর নতুন আপডেট পলিসি

যদিও আগেকার স্মার্টফোনগুলির জন্য আপডেট বন্ধ করা হচ্ছে, তবে কোম্পানি নতুন মডেলগুলির জন্য দীর্ঘদিন আপডেট দেওয়ার কথা নিশ্চিত করেছে। গত কয়েকমাসে বাজারে আসা একাধিক ডিভাইসে ৫ থেকে ৭ বছর পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট আসবে বলে জানানো হয়েছে।