বিনামূল্যে Amazon Prime ও Netflix সাবস্ক্রিপশন, Jio-র সেরা তিন রিচার্জ প্ল্যান আপনার জন্য

Reliance Jio তাদের গ্রাহকদের বিভিন্ন সুবিধা সহ একাধিক প্রিপেইড প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলি সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, ইন্টারনেট ডেটা ও এসএমএস সুবিধা দেয়। এর পাশাপাশি কয়েকটি রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও লাভ করে। এর মধ্যে সামিল রয়েছে Netflix ও Amazon Prime সাবস্ক্রিপশনও। এই প্রতিবেদনে আমরা Jio-র এই ধরনের কয়েকটি প্রিপেইড প্ল্যান সম্পর্কে বলবো।

Reliance Jio-র Amazon Prime সাবস্ক্রিপশন প্ল্যান

প্রথমেই বলি অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন সম্পর্কে। জিও গ্রাহকরা ১,০২৯ টাকার প্রিপেইড প্ল্যান রিচার্জ করলে ৮৪ দিনের জন্য Amazon Prime Lite সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। এছাড়া এখানে পাওয়া যায় রোজ ২ জিবি ডেটা, সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং দিনে ১০০ টি এসএমএস পাঠানোর সুবিধা। এছাড়া আনলিমিটেড ৫জি ডেটার সুবিধাও এখানে আছে।

Jio-র Netflix সাবস্ক্রিপশন প্ল‌্যান

যারা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন চান তারা জিওর ১,২৯৯ বা ১,৭৯৯ টাকার প্ল্যান রিচার্জ করতে পারেন। ৮৪ দিনের ভ্যালিডিটি সহ আসা এই প্ল্যানগুলি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস এর সুবিধা দেয়। ডেটা বেনিফিটের ক্ষেত্রে ১,২৯৯ টাকার প্ল্যানে দৈনিক ২জিবি, আর ১,৭৯৯ টাকার প্ল্যানে রোজ ৩ জিবি ডেটা মেলে।

এক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখা উচিত যে, ১২৯৯ টাকার Jio প্ল্যানের সাথে Netflix Mobile সাবস্ক্রিপশন পাওয়া যায়। যেখানে ১৭৯৯ টাকার প্ল্যানের সাথে Netflix Basic সাবস্ক্রিপশন অফার করা হয়। এদের সাথে অতিরিক্ত সুবিধা হিসেবে ৯০ দিনের জন্য JioHotstar Mobile/TV-এর সাবস্ক্রিপশন দেওয়া হয়।