Realme C71 5G ভারতে লঞ্চ হল, ১৮ জিবি র্যামের ফোনের দাম মাত্র ৮৬৯৯ টাকা, রয়েছে ৬৩০০mAh ব্যাটারি

সস্তায় 5G ফোন খোঁজ করলে সুখবর। ভারতে আজ লঞ্চ হল Realme C71 5G। স্মার্টফোনটির দাম শুরু হয়েছে মাত্র ৭,৬৯৯ টাকা থেকে। আর ফিচার হিসেবে এতে পাওয়া যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৬৩০০ এমএএইচ ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ইউনিসক প্রসেসর ও ভার্চুয়াল র্যাম সহ ১৮ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট। আর Realme C71 5G ডিভাইসে AI ফিচার উপস্থিত। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Realme C71 5G এর ভারতে দাম ও সেল ডেট
রিয়েলমি সি৭১ ৫জি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে – ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এদের দাম যথাক্রমে ৭,৬৯৯ টাকা ও ৮,৬৯৯ টাকা। প্রথম সেলে ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের সাথে অতিরিক্ত ৭০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে।
রিয়েলমি সি৭১ ৫জি ফোনটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে এখন কেনা যাচ্ছে। এটি দুটি কালার অপশনে পাওয়া যাবে – সী ব্লু ও অবসিডিয়ান ব্ল্যাক। রিয়েলমি এই ডিভাইসে ৬৩০০ এমএএইচ ব্যাটারি দিয়েছে, যার কারণে ট্যাগলাইন রাখা হয়েছে – ‘১ বার চার্জ, ২ দিন চিল’।
Realme C71 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
রিয়েলমি সি৭১ ৫জি ডিভাইসে আছে ৬.৭৫ ইঞ্চি বড় ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে UNISOC T7250 চিপসেট ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। আর ভার্চুয়াল র্যাম টেকনোলজির সাহায্যে ফোনের র্যাম ১৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
Realme C71 5G ডিভাইসটি ৭.৯৪মিমি পাতলা। ফটোগ্রাফির জন্য এর পিছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে ৫ মেগাপিক্সেল সেলফি শুটার। এই স্মার্টফোনে একাধিক AI ফিচারও উপস্থিত, যার মধ্যে আছে এআই ইরেজার ও এআই ক্লিয়ার ফেস ফিচার।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme C71 5G ফোনে ৬৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ও ৬ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৪৬.৫ ঘন্টা কলিং টাইম দেবে বলে দাবি করা হয়েছে। এই ফোনে রয়েছে এআই নয়েজ রিডাকশন ২.০ ফিচার, যা কল করার সময় সাউন্ড পরিষ্কার রাখবে।