Infinix Smart 10 ভারতে মাত্র ৬৭৯৯ টাকায় লঞ্চ হল, বড় ডিসপ্লে সহ আছে ৫০০০mAh ব্যাটারি

গত মাসেই গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশের পর Infinix Smart 10 গতকাল ভারতে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে ৭,০০০ টাকার কম। এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, Unisoc T7250 চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর Infinix Smart 10 একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ও চারটি কালার অপশনে এসেছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Infinix Smart 10 এর দাম ও লভ্যতা

Infinix Smart 10 স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৭৯৯ টাকা। ফোনটি চারটি কালার অপশনে এসেছে – আইরিস ব্লু, টুইলাইট গোল্ড, টাইটানিয়াম সিলভার, এবং স্লিক ব্ল্যাক। আগামী ২ আগস্ট থেকে Flipkart ও অফলাইন স্টোরে এই ফোনের বিক্রি শুরু হবে।

Infinix Smart 10 এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনফিনিক্স স্মার্ট ১০ ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আর পারফরম্যান্সের জন্য এতে Unisoc T7250 চিপসেট ব্যবহার করা হয়েছে। এটি ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। ফোনটি চলে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক এক্সওএস ১৫.১ কাস্টম স্কিনে।

পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 10 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং ও রিভার্স চার্জিং সাপোর্ট করবে। এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপস্থিত। ফটোগ্রাফির জন্য এর পিছনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য Infinix Smart 10 ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর জল ও ধুলো প্রতিরোধ করার জন্য এতে IP64 রেটিং রয়েছে। আপনি চাইলে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্লট ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডিভাইসটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ডুয়েল স্পিকার ও DTS সাউন্ড প্রসেসিং।