২০ হাজার টাকার মধ্যে ৪৩ ইঞ্চি Smart TV, সবচেয়ে সস্তা মডেলের দাম ১৩ হাজার টাকা

আপনি যদি বড় স্ক্রিনের স্মার্ট টিভি কিনতে চান এবং বাজেট ২০,০০০ টাকার কম হয়, তবে এই আর্টিকেল আপনার কাজে আসবে। এখানে আমরা অ্যামাজনে উপলব্ধ ৪৩ ইঞ্চি স্মার্ট টিভির একটি লিস্ট শেয়ার করবো। এই লিস্টে থাকা টিভিগুলি ২০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। আসুন কোন কোন মডেল এই দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।
Hisense E43N Series Smart TV 43E43N (Black)
অ্যামাজনে এই টিভির দাম ১৮,৯৯৯ টাকা। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে এই দাম আরও কমানো যাবে। এতে রয়েছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ৩০ ওয়াট সাউন্ড। টিভিটি ওটিটি অ্যাপ সাপোর্ট সহ এসেছে।
Blaupunkt CyberSound G2 Series TV (43CSG7105)
এই টিভিটি অ্যামাজনে ১৭,৪৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে দাম আরও কমানো যাবে। টিভিতে রয়েছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে আছে ৪৮ ওয়াট সাউন্ড। এতেও ওটিটি অ্যাপ সাপোর্ট করবে।
Kodak 9XPRO Series Smart TV 439X5081 (Black)
এই টিভিটি অ্যামাজনে ১৬,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের ফায়দাও এখানে নেওয়া যাবে। এতে আছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ৩০ ওয়াট সাউন্ড। এটি একাধিক ওটিটি অ্যাপ সাপোর্ট সহ এসেছে।
VW Playwall Frameless Series Smart TV VW43F1 (Black)
অ্যামাজনে এই টিভির দাম ১৩,২৯৯ টাকা। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়া যাবে। এই টিভিতে আছে ৪৩ ইঞ্চি ফুল এইচডি এলইডি ডিসপ্লে। সঙ্গে রয়েছে ২০ ওয়াট সাউন্ড। টিভিটি ওটিটি অ্যাপ সাপোর্ট সহ এসেছে।