৫০ মেগাপিক্সেল AI ডুয়েল ক্যামেরার AI+ Nova 5G ও AI+ Pulse 5G ফোনের সেল আজ, দাম শুরু ৪৯৯৯ টাকা থেকে

এমাসের শুরুতে বাজারে এসেছে AI+ ব্র্যান্ডের দুটি স্মার্টফোন, যাদের নাম AI+ Nova 5G ও AI+ Pulse 5G। কয়েকদিন আগেই এদের প্রথম সেল অনুষ্ঠিত হয়েছিল, যেখানে কয়েক ঘণ্টার মধ্যেই সমস্ত মডেলের স্টক শেষ হয়ে যায়। সেদিন যারা কিনতে পারেননি, চিন্তা করবেন না। আজ, ১৭ জুলাই ফের এই দুটি ফোন Flipkart-এ বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। সেল উপলক্ষে ক্রেতারা বিশেষ ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। AI+ Nova 5G ও AI+ Pulse 5G ডিভাইসে আছে এইচডি প্লাস ডিসপ্লে, ইউনিসক প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা।

AI+ Nova 5G ও AI+ Pulse 5G এর ভারতে দাম ও সেল অফার

AI+ Pulse 5G-এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। আর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। অন্যদিকে, সিরিজের প্রিমিয়াম মডেল AI+ Nova 5G-এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা। সেলে ক্রেতারা ৫০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন।

AI+ Nova 5G ও AI+ Pulse 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

এআই প্লাস নোভা ৫জি ও পালস ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। পালস মডেল ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও নোভা মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য পালস ডিভাইসে ব্যবহার করা হয়েছে Unisoc T615 চিপসেট এবং নোভা হ্যান্ডসেটে দেওয়া হয়েছে Unisoc T8200 প্রসেসর।

উভয় ডিভাইসে ১ টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে। দুটো ফোনেই রয়েছে ভারতীয় NxtQuantum অপারেটিং সিস্টেম, যা স্বদেশি সফটওয়্যার বলে দাবি করেছে কোম্পানি।

ফটোগ্রাফির জন্য AI+ Nova 5G ও AI+ Pulse 5G স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল AI ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এগুলিতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।