৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Samsung Galaxy F55 5G এখন ১২ হাজার টাকা সস্তা

আপনি যদি স্যামসাং ফোনের ভক্ত হন তাহলে দারুন খবর। এখন অনেকটাই সস্তায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy F55 5G। Amazon India ই-কমার্স সাইটে ডিভাইসটি ১০ হাজার টাকার বেশি ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। ফিচারের কথা বললে, এই ডিভাইসে আছে ৫০ মেগাপিক্সেল হাই-রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। আসুন Samsung Galaxy F55 5G এর দাম ও অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
Samsung Galaxy F55 5G এর দাম ও অফার
লঞ্চের সময় Galaxy F55 5G এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,৯৯৯ টাকা। তবে এখন Amazon India-তে এই ফোনটি পাওয়া যাচ্ছে প্রায় ১০,০০০ টাকা কমে। যারপরে এটি ১৯,৮৮০ টাকায় কেনা যাবে। তবে এই অফারটি কেবল এপ্রিকট ক্র্যাশ কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।
যদিও অফার এখানে শেষ নয়! এর সাথে রয়েছে আরও ২০০০ টাকার ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট। আবার স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি কেনার সময় পুরানো ফোন এক্সচেঞ্জ করলে আরও ডিসকাউন্ট আদায় করে নেওয়া যাবে। অবশ্য এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে আপনার ডিভাইসের অবস্থা ও কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
Samsung Galaxy F55 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
Galaxy F55 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল, পিক ব্রাইটনেস লেভেল ১০০০ নিটস এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট ব্যবহার করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.১ কাস্টম স্কিনে চলে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।