Hero Xoom 160: অবশেষে শোরুমে আসছে হিরো-র নতুন অ্যাডভেঞ্চার স্কুটার, শুরু হচ্ছে বুকিং

অপেক্ষার অবসান! Hero Motocorp অবশেষে তাদের অ্যাডভেঞ্চার স্টাইল ম্যাক্সি-স্কুটার Xoom 160-এর বুকিং নিতে শুরু করছে। এই স্কুটারটি চলতি বছরের শুরুতে লঞ্চ হয়েছিল। আর এর এক্স-শোরুম দাম ১.৪৯ লাখ টাকা। সাধারণত, স্কুটার লঞ্চের কিছুদিন পর থেকেই তার বুকিং শুরু হয়, কিন্তু Hero Xoom 160 মডেলে কিছু অপারেশনাল সমস্যার কারণে এতদিন বুকিং নেওয়া সম্ভব হয়নি। তবে এখন অনুমোদিত ডিলারদের থেকে এর বুকিং শুরু হচ্ছে। আর আগস্টের শেষের দিকে স্কুটারকির ডেলিভারি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
Hero Xoom 160 এর ইঞ্জিন
Xoom 160 স্কুটারে দেওয়া হয়েছে একেবারে নতুন ১৫৬ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, যা CVT অটোমেটিক গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। এই ইঞ্জিনটি ১৪.৬ বিএইচপি পাওয়ার ও ১৪ এনএম টর্ক জেনারেট করতে পারবে।
ডিজাইন
ডিজাইনের দিক থেকে হিরোর নতুন এই স্কুটারটি সাধারণ স্কুটারের থেকে আলাদা। এর সামনে দেখা যাবে টুইন এলইডি হেডল্যাম্প, চওড়া অ্যাপ্রন, আর সাইড প্যানেলে ধারালো কার্ভ ও কাট-ক্রিজ।
ফিচার
ফিচারের কথা বললে, Xoom 160 স্কুটারে পাওয়া যাবে LED লাইটিং, স্মার্ট কি, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং রিমোট কি ইগনিশন।
যেহেতু হিরো মটোকর্প অনেকটা সময় পর স্কুটারটি কেনার সুযোগ দিচ্ছে তাই আশা করা যায় মডেলটি ক্রেতাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।