৮,০০০mAh ভুলে যান, ব্যাটারি রেসে আরও শক্তিশালী স্মার্টফোন আনছে Honor, সামনেই আসছে বড় চমক?

চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুললি এখন ব্যাটারি ক্যাপাসিটি বাড়ানো নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। বছর শুরুর দিক থেকেই আমরা শক্তিশালী ব্যাটারির ফ্ল্যাগশিপ ফোন বাজারে আসতে দেখেছি। ইতিমধ্যেই Realme, Redmi আর Oppo-র মতো ব্র্যান্ড ৭,০০০ এমএএইচ বা তারও বেশি ক্যাপাসিটির ব্যাটারি স্মার্টফোন বাজারে এনেছে। এমনকি সম্প্রতি Honor তাদের X70 ডিভাইসটি ৮৩০০ এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করেছে। এছাড়াও একাধিক ফোন বড় ব্যাটারি সহ আগামী বছর আত্মপ্রকাশ করবে বলে সম্প্রতি জানিয়েছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন।
লঞ্চ হয়েছে ৮৩০০mAh ক্যাপাসিটির ব্যাটারি ফোন
চলতি বছরের এপ্রিলে অনার নিয়ে এসেছিল Honor Power, যেখানে ৮,০০০ এমএএইচ ব্যাটারি ছিল। তার রেশ কাটতে না কাটতেই, ব্র্যান্ডটি গত সপ্তাহে লঞ্চ করেছে Honor X70, যেখানে দেওয়া হয়েছে ৮,৩০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি। বড় ব্যাটারির পাশাপাশি এতে আছে ৮০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৮০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট।
আজ আবার চীনের জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, অনার তাদের মিড-রেঞ্জ ও ফ্ল্যাগশিপ ফোনগুলির ব্যাটারি ক্ষমতা আরও বাড়াতে চাইছে। সংস্থাটির ফ্ল্যাগশিপ ডিভাইসগুলিতে এবার থেকে ৭,০২০ এমএএইচ থেকে ৭,২০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, আর মিড-রেঞ্জ মডেলগুলিতে থাকতে পারে ৮,২০০ এমএএইচ থেকে ৮,৪০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি।
তবে এই ফোনগুলি ঠিক কবে নাগাদ বাজারে আসবে, সেটা টিপস্টার নিশ্চিত করেননি। অনুমান করা হচ্ছে, ২০২৬ সালে আমরা এই ডিভাইসগুলিকে বাজারে দেখতে পাবো। যদিও চলতি বছরের শেষ দিকেই কিছু চমক থাকলেও অবাক হওয়ার কিছু নেই।
অনারের পাশাপাশি, অন্য কোম্পানিগুলিও পিছিয়ে নেই। ইতিমধ্যেই বাজারে আসা Realme GT 7 ও GT 7T ফোনে দেওয়া হয়েছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ ওয়াট চার্জিং সাপোর্ট। Oppo K13 5G এবং Redmi Turbo 4 Pro মডেল দুটিও বড় ব্যাটারি সহ লঞ্চ হয়েছে।