Oneplus 15 এর ডিজাইনে বড়সড় আপগ্রেড, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর

ওয়ানপ্লাস চলতি বছরের শেষ দিকে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করবে। এই ফোনে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হবে। যদিও কোম্পানির তরফে প্রকাশ্যে আসন্ন ডিভাইসটি নিয়ে এখনও কিছু বলতে শোনা যায়নি। তবে গত কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে এই ফোনটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। জানা গেছে, OnePlus 15 সম্পূর্ণ নতুন ডিজাইন এবং ফ্লাট ১.৫কে রেজোলিউশনের OLED ডিসপ্লে সহ আসবে। আজ আবার জনপ্রিয় এক টিপস্টার এর প্রোটোটাইপ সহ প্রায় সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস করেছেন।
OnePlus 15 এর ফিচার ও ডিজাইন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি উইবো পোস্টে আসন্ন OnePlus 15 এর প্রোটোটাইপ সহ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি এতে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট ব্যবহার করা হবে। আর ফোনটির প্রোটোটাইপে বর্গাকার রিয়ার ক্যামেরা মডিউল দেখা গেছে, যা OnePlus 13-এর থেকে সম্পূর্ণ আলাদা। আগেই জানা গেছে এই ডিভাইসে ফ্লাট ডিসপ্লে থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাস ১৫ মডেলটি ৭,০০০ এমএএইচ-এর বেশি ক্যাপাসিটির ব্যাটারি সহ আসবে। আর এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। ফটোগ্রাফির জন্য পিছনে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে পেরিস্কোপ টেলিফটো সেন্সরের সাথে ৫০-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।
OnePlus 15 এর লঞ্চের সময়
আমাদের অনুমান OnePlus 15 চলতি বছরের অক্টোবর মাসে চীনে লঞ্চ হবে এবং ২০২৬ সালের জানুয়ারি নাগাদ ভারত সহ গ্লোবাল বাজারে আসতে পারে। প্রসঙ্গত, গত বছর OnePlus 13 প্রথমে চীনে এবং পরে ভারতে লঞ্চ হয়েছিল। ভারতে এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬৯,৯৯৯ টাকা।