iQOO Z10R ভারতে ৫০ মেগাপিক্সেল Sony ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে ৫৭০০mAh ব্যাটারি

iQOO Z10R আজ বৃহস্পতিবার ভারতে লঞ্চ হল। এর দাম শুরু হয়েছে ১৯,৪৯৯ টাকা থেকে। এই ফোনে আছে ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫৭০০ এমএএইচ ব্যাটারি।‌ এছাড়া iQOO Z10R স্মার্টফোনে পাওয়া যাবে IP68, IP69 রেটিং ও MIL-STD-810H সার্টিফিকেশন। ডিভাইসটি ৩ বছর পর্যন্ত আপডেট পাবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

iQOO Z10R এর ভারতে দাম ও সেল অফার

iQOO Z10R তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৪৯৯ টাকা। আবার ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা ২১,৪৯৯ টাকা। আর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ২৩,৪৯৯ টাকা।

ক্রেতারা আইকো জেড১০আর এর প্রথম সেলে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। প্রথম সেল শুরু হবে ২৯ জুলাই থেকে। এটি Amazon ও iQOO-র অফিশিয়াল ওয়েবসাইট‌ থেকে কেনা যাবে। ফোনটি আকুয়ামারিন আর মুনস্টোন ব্ল্যাক কালার অপশনে এসেছে।

iQOO Z10R এর ফিচার ও স্পেসিফিকেশন

iQOO Z10R ফোনের সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। আর এর HDR10+ সাপোর্ট করা স্ক্রিনটি কোয়াড-কার্ভড ডিজাইনের। চিপসেটের কথা বললে স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট দ্বারা চালিত। সঙ্গে আছে ওয়াই-৬, ব্লুটুথ ৫.৪ এবং ৫জি সাপোর্ট।

ফটোগ্রাফির জন্য iQOO Z10R এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর উপস্থিত, যা OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া‌ যাবে। দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে পারবে।

পাওয়ার ব্যাকআপের জন্য আইকো স্মার্টফোনে ৫৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর অন্যান্য ফিচারের মধ্যে আছে স্টেরিও স্পিকার, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, আর Hi-Res অডিও সার্টিফিকেশন।

iQOO Z10R এর সফটওয়্যার ও AI ফিচার

iQOO Z10R ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এটি ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট ও ৩ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে।

এতে একাধিক AI ফিচার উপস্থিত, যারমধ্যে আছে এআই ইরেজার ২.০, ফটো এনহ্যান্সার, সার্কেল টু সার্চ এবং নোট অ্যাসিস্ট এর মতো স্মার্ট টুলস।