স্মার্টফোনে এবার AI-র জাদু, লঞ্চের পরপরই Nothing Phone (3) ফোনে এল নতুন আপডেট

এই মাসের শুরুতেই ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Nothing Phone (3)। এরমধ্যেই এই স্মার্টফোনে প্রথম সফটওয়্যার আপডেট চলে এল। ডিভাইসটির জন্য Nothing OS 3.5 আপডেট রোলআউট করা হয়েছে। এই আপডেটের ডাউনলোড সাইজ ২৫৭ এমবি। নয়া এই আপডেটের মাধ্যমে একাধিক নতুন ফিচার ফোনে যুক্ত হয়েছে। এছাড়া Nothing Phone (3) এর বিভিন্ন অ্যাপের বাগ ফিক্স করা হয়েছে।
Nothing Phone (3) ফোনে যোগ হল এই ফিচারগুলি
নাথিং ফোন (৩) ডিভাইসের জন্য রোলআউট হওয়া নতুন আপডেট Glyph Interface-এ নতুনত্ব আনবে। এখন থেকে ব্যবহারকারীরা Glyph বাটনে লং-প্রেস করলে কলারের নাম ও নম্বর দেখতে পাবেন। আর অ্যাশেনশিয়াল নোটিফিকেশনে এখন থেকে নিজে হাতে আইকন বেছে নেওয়া ও কাস্টমাইজ করার সুযোগ পাওয়া যাবে।
এর সাথে স্মার্টফোনে AI-ভিত্তিক ইনকামিং কল ও নোটিফিকেশনের জন্য জেনারেটিভ রিংটোন যুক্ত হয়েছে। আবার ডিভাইসে ম্যাট্রিক্স-স্টাইল আলো ঝলমলে Glyph ইফেক্টস, আর নতুন ধরনের ভাইব্রেশন পাওয়া যাবে।
এদিকে নাথিং ফোন (৩) স্মার্টফোনে আসা নতুন আপডেট ফোনে ‘ফ্লিপ এন্ড রেকর্ড’ নামে একটি ফিচার যোগ করেছে। এখন থেকে মিটিং চলাকালীন অ্যাশেনশিয়াল কী-তে লং-প্রেস করলে সঙ্গে সঙ্গে নোট নেওয়া যাবে।
ক্যামেরার ক্ষেত্রেও কিছু আপগ্রেড দেখা যাবে। Nothing Phone (3) ফোনের HDR ভিডিও প্রসেসিং এখন আরও উন্নত। ইমেজ রেন্ডারিং-এ এসেছে কিছু টেকনিক্যাল টুইক। এছাড়া কয়েকটি AI ফিচার যুক্ত হয়েছে।