Lava Blaze Dragon এই সপ্তাহে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে

Lava এই মাসের ২৫ তারিখ ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাজেট ফোন Lava Blaze Dragon। লাভার অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যেই এর জন্য একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। সেখান থেকেই ফোনটির প্রসেসর, ক্যামেরা এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচার আজ সামনে আনা হয়েছে। Lava Blaze Dragon মডেলে থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া জানা গেছে ওই একই দিন Blaze AMOLED 2 স্মার্টফোনটিও লঞ্চ হবে।

Lava Blaze Dragon এর ফিচার ও স্পেসিফিকেশন

লাভার তরফে নিশ্চিত করা হয়েছে যে, তাদের আসন্ন ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট থাকবে। এর নীচের দিকে দেখা যাবে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। আর ডিভাইসটির রেন্ডার ইমেজ থেকে স্পষ্ট, এটি সোনালি রঙে আসবে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাইমারি ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল, যার সঙ্গে একটি পিল-শেপড LED ফ্ল্যাশও যুক্ত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Lava Blaze Dragon মডেলে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। ডিভাইসটি ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে।

Lava Blaze Dragon এর এর সম্ভাব্য দাম

টেক টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, Lava Blaze Dragon-এর দাম সম্ভবত ১০ হাজার টাকার কম কম হবে। অর্থাৎ বাজেটের মধ্যেই বেশ কিছু প্রিমিয়াম ফিচার দেবে ডিভাইসটি।

Lava Blaze Dragon কোথা থেকে কেনা যাবে

লাভার স্মার্টফোনটি ২৫ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে এবং Amazon থেকে পাওয়া যাবে।