Infinix Hot 60i 5G দশ হাজার টাকার কমে ভারতে আসছে, 6000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা

গত মাসে অর্থাৎ জুলাইতেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল Infinix Hot 60i। এই ফোনে আছে হেলিও জি৮১ আল্টিমেট চিপসেট। এবার সেই ডিভাইসের 5G ভার্সন আনতে চলেছে কোম্পানি। খুব শীঘ্রই নয়া মডেলটি ভারতের বাজারে পা রাখতে চলেছে। যদিও কোম্পানির তরফে এখনও এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে আজ Infinix Hot 60i 5G-এর ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে।

Infinix Hot 60i 5G চারটি কালার অপশনে পাওয়া যাবে

Infinix Hot 60i 5G-এর ছবি সহ ডিজাইন সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এটি চারটি আকর্ষণীয় রঙে আসবে – শ্যাডো ব্লু, মনসুন গ্রিন, স্লিক ব্ল্যাক এবং পাম রেড। এর পিছনে স্টাইলিশ ডিজাইন দেখা যাবে। আর ব্যাক প্যানেলে হরাইজন্টাল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ডুয়েল LED ফ্ল্যাশ থাকবে।

Infinix Hot 60i 5G এর পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ

ইনফিনিক্স হট ৬০আই ৫জি ডিভাইসে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসর। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি একদিনের বেশি ব্যাকআপ দেবে। এছাড়া‌ ফোনটি IP64 রেটিং সহ আসবে, ফলে ধুলো বা জল থেকে সুরক্ষা দেবে। আর TUV সার্টিফিকেশন অনুযায়ী, এটি টানা ৫ বছর পর্যন্ত ‘ল্যাগ-ফ্রি’ পারফরম্যান্স দেবে।

থাকবে একাধিক AI ফিচার

Hot 60i 5G স্মার্টফোনে বিভিন্ন AI ফিচার পাওয়া যাবে, যার মধ্যে থাকবে সার্কেল টু সার্চ, এআই ইরেজার, এআই এক্সটেন্ডার, এআই কল ট্রান্সেলেশন, এআই ওয়ালপেপার এবং এআই ইমেজ জেনারেটার।

Infinix Hot 60i 5G এর দাম কত হতে পারে

গত মাসে ভারতে লঞ্চ হওয়া Hot 60 5G-এর ভারতে দাম শুরু হয়েছিল ১০,৪৯৯ টাকা থেকে। এই মডেলের থেকেও সস্তায় আসবে Hot 60i 5G। সেক্ষেত্রে এর দাম রাখা হতে পারে প্রায় ৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটি এক্সক্লুসিভভাবে Flipkart থেকে পাওয়া যাবে।