প্রথমবার ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, বাজার কাঁপাতে আসছে Honor Magic 8 Ultra

ক্রেতাদের মধ্যে ভালো ক্যামেরা ফোনের চাহিদা বাড়ায়, স্মার্টফোন কোম্পানিগুলি এখন বেশি মেগাপিক্সেল ও বড় সেন্সরের ডিভাইস বাজারে আনছে। তবে নয়া যে রিপোর্ট সামনে এসেছে তা মোবাইল ফটোগ্রাফারদের মনে উত্তেজনা বাড়াবে। আসলে অনার শীঘ্রই তাদের একটি নতুন প্রিমিয়াম স্মার্টফোনের উপর কাজ করছে, যার নাম রাখা হতে পারে Honor Magic 8 Ultra। যদিও কোম্পানির তরফে এর ফিচার বা লঞ্চের তারিখ সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে অনলাইনে এর ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে, যারপর চর্চা শুরু হয়েছে বিশ্ব জুড়ে।
Honor Magic 8 Ultra আসছে ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে
টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটাল দাবি করেছেন, Honor এমন একটি ফোনের উপর কাজ করছে, যেখানে দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আজ্ঞে হ্যাঁ! এই ডিভাইসে ডুয়েল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। যার মধ্যে একটি প্রাইমারি সেন্সর থাকবে এবং অপরটি হবে পেরিস্কোপ টেলিফোটো লেন্স। এর আগে আমরা বেশ কিছু ২০০ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন দেখেছি, তবে একসাথে দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন প্রথমবার বাজারে আসবে।
বাজারের অন্যান্য ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে টেক্কা দেবে Honor Magic 8 Ultra
টিপস্টার বলেছেন, আসন্ন এই ডিভাইসটি Samsung Galaxy S26 Ultra, Xiaomi 16 Ultra, Vivo X300 Ultra এবং Oppo Find X9 Ultra-এর মতো হাই-এন্ড ফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। জানিয়ে রাখি, অনার সাধারণত পেরিস্কোপ জুম লেন্স তাদের স্মার্টফোনে ব্যবহার করে।
কোম্পানিটি সুপার জুম প্রযুক্তি এবং ১০০x AI ডিজিটাল জুম ফিচারের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের থেকে এক ধাপ এগিয়ে থাকার দাবি করে। ফলে ডুয়েল ক্যামেরা সহ এবার অনার বাজিমাত করার চেষ্টা করছে।
উল্লেখ্য, অক্টোবর নাগাদ লঞ্চ হতে পারে আরেকটি কমপ্যাক্ট মডেল, Honor Magic 8 Mini। ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, এতে ৬.৩১ ইঞ্চি ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর দেওয়া হবে।